বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪


ইসলাম কীভাবে রক্ষা করতে হয় আওয়ামী লীগ তা জানে: মায়া
20 Feb, 2014 ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “ইসলাম কীভাবে রক্ষা করতে হয় আওয়ামী লীগ জানে। ইসলামের নামে যা করার চেষ্টা করা হয়েছে পুরোটাই ভণ্ডামি।” বৃহস্পতিবার রাজধানীর শাজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে মতিঝিল, শাজাহানপুর, পল্টন থানা ও ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে মায়া বলেন, “একমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস আছে। যদি অন্য কোনো দল প্রমাণ করতে পারে তাদের ইতিহাস আছে তাহলে রাজনীতি ছেড়ে দিব।” বিএনপির উদ্দেশে তিনি বলেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের কপালে এমনই হয়। রাজনীতি করতে সাহস লাগে। যাদের সাহস নাই তাদের এই অবস্থাই হয়। বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে কোথাও কোনো ধরণের বোমাবাজি করতে দেয়া হবে না। ঢাকা শহরের কোথাও কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।” দলের নেতাকর্মীদের উদ্দেশে মায়া বলেন, “আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে দেশের যদি কেউ প্রকৃত পক্ষে দরদী থাকে তবে সেটা শুধু শেখ হাসিনাই রয়েছেন।” ওয়ার্কাস পার্টির সভাপতি ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ। আন্দোলন সংগ্রামে তারা সব সময় ছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।” এ সময় আন্দোলনের নামে বিএনপির উদ্দেশ্যে ছিলো মৌলবাদী, ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করা এমন দাবি করেন সরকারের এই মন্ত্রী। এর আগে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর পৌনে ৪টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সম্মেলনের উদ্বোধনের পর শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিলরদের সম্মতিক্রমে তিনটি থানা ও ছয়টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়। উৎসঃ নতুনবার্তা Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন