"আপেল" শেপ ফিগারের নারীরা যা করবেন
20 Feb, 2014
আপনার ফিগার কি ‘আপেল শেপ ফিগার’? চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে? ভাবছেন ‘আপেল শেপ ফিগার’ আবার কী জিনিস, তাই না? ‘আপেল ফিগার’ তাদেরকেই বলা হয় যাদের কাঁধ ও পেটের তুলনায় কোমর অপেক্ষাকৃত ছোট। অর্থাৎ কাধের অংশটা বেশ চওড়া হয় এবং ধীরে ধীরে কোমরের দিকে মেদ কিছুটা কম হয়। এধরনের ফিগারের নারীরা কী পোষাক পরবেন সেটা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। আসুন জেনে নেয়া যাক ‘আপেল ফিগার’ এর নারীদের জন্য পোষাক নির্বাচনের কিছু টিপস।
‘আপেল ফিগার’ এর নারীদের হাই নেক গলার জামা পরা একেবারেই উচিত নয়। এতে তাদের শরীরের উপরের অংশ আরো বেশি ভারী দেখাবে এবং দেখতে বেমানান লাগবে। তাই এধরনের দেহাকৃতির নারীরা গোল গলা অথবা ‘V’ গলার পোষাক পরুন।
‘আপেল ফিগার’ এর নারীদের ঘটি হাতার পোশাক পরা একদমই উচিত নয়। সেই সঙ্গে হাতা কাটা পোষাকও বেমানান দেখাবে এধরনের পোষাকে। তাই ‘আপেল ফিগার’ এর নারীরা থ্রি কোয়াটার অথবা চুড়িদার হাতের পোশাক পরতে পারেন।
‘আপেল ফিগার’ এর নারীরা উপরে চাপা ও নিচে কুচি দিয়ে ফ্রকের মত পোশাক পরুন। এ ধরনের পোষাকে দেহের উপরের অংশের খুঁত ঢাকা পরে যায় এবং ফিগার ভালো দেখায়।
ফোলা ধরনের জ্যাকেট, সোয়েটার, ওড়না কিংবা স্কার্ফ পরবেন না ‘আপেল ফিগার’ এর নারীরা। স্কার্ফ কিংবা ওড়নার ক্ষেত্রে সিল্ক ধরনের কাপড় বেছে নিন।
দেহের সঠিক মাপের পোষাক পরুন ‘আপেল ফিগার’ এর নারীরা। নিজের দেহের মাপের চাইতে ছোট অথবা বড় পোশাকে ‘আপেল ফিগার’ এর নারীদের কে বেমানান লাগে। তাই অতিরিক্ত আঁটসাঁট অথবা খুব বেশি ঢিলে ঢালা পোশাক এড়িয়ে চলুন।
উৎসঃ আলোকিত
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন