ভারতীয় সম্পাদক তেহেলকার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির চার্জশিট
17 Feb, 2014
নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে ভারতের এক প্রভাবশালী সাময়িকীর সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার পুলিশ আদালতে এই চার্জশিট দাখিল করেছে। অভিযোগ প্রমাণিত হলে সাময়িকী ‘তেহেলকা’র সম্পাদক তরুণ তেজপালের ৭ বছর জেল হতে পারে।
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর গ্রেফতার এড়াতে সম্পাদক তেজপাল পালানোর চেষ্টা করছিলেন। গত বছরের ৩০ নভেম্বর তাকে পুলিশ আটক করে। আগামীকাল মঙ্গলবার তার জামিনের শুনানি হবে।
অভিযোগে বলা হয়, সম্পাদক তেজপাল গত বছরের ৭-৮ নভেম্বর গোয়ায় পাঁচ তারকা হোটেলে তার এক নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেন। সংবাদ প্রকাশের পর ভারতজুড়ে এর প্রতিবাদ হয় এবং দায়ী সম্পাদকের শাস্তি দাবি করা হয়।
উৎসঃ শীর্ষ নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন