বিয়ের ৩০ মিনিট পর সন্তান প্রসব!
27 Feb, 2014
প্রেমিকা হাসপাতালে। আর প্রেমিক গেছেন কেনাকাটা করতে। যেনতেন নয়, বিয়ের কেনাকাটা। তবে শুধু আংটি কিনেই সারলেন কেনাকাটা।
দ্রুত হাসপাতালে পৌঁছে আংটি পড়ালেন প্রেমিকার আঙ্গুলে। আর এর মাত্র ৩০ মিনিট পরেই তাদের কোলো আসল নতুন অতিথি।
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আধা ঘণ্টার মাথায় মা হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রান্ডি উয়েতজেল। দীর্ঘদিন ধরে প্রেম করলেও বাবা-মা হওয়ার ঠিক আগে বিয়ে করলেন অ্যান্ডারসন ও ব্রান্ডি উয়েতজেল জুটি।
মঙ্গলবার টেক্সাস রাজ্যের ফোর্ট ওর্থের এক হাসপাতালে আধা ঘণ্টার ব্যবধানে বিয়ে ও সন্তান প্রসবের এ ঘটনা ঘটে।
বিশ্বের আলোচিত বিয়ের তালিকায় স্থান না পেলেও অ্যান্ডারসন-উয়েতজেল জুটির বিয়ে বেশ সাড়া ফেলেছে।
নর্থ হিলস হাসপাতালের এক নার্স জানান, ‘বাবা বেরিয়ে আসলেন এবং আমাদের বললেন তিনি বিয়ে করতে চান। প্রথম আমরা তার কথা বুঝতে পারিনি।
অ্যান্ডারসন বলেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আংটি পরানো ছাড়াই সন্তান নেওয়ার ব্যাপারে সঙ্গীর ধারণা তার কাছে মনোঃপুত লাগেনি।
গত আগস্ট থেকে অ্যান্ডারসন ও ব্রান্ডি এক সঙ্গে মেলামেশা শুরু করেন।
উৎসঃ বাংলানিউজ২৪
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন