বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪


নতুন নির্বাচনের হেদায়েতকারীরা আমাদের জন্মের বিরোধী: বাদল 27 Feb, 2014
নতুন নির্বাচনের হেদায়েত করছেন এবং যারা বলছেন আমরা পথ হারিয়েছি তারা আমাদের জন্মের বিরোধীতা করেছিল। বুধবার সংসদ অধিবেশনে বক্তৃতাকালে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল এসব কথা বলেন। তিনি বলেন, যারা আন্দোলনের নামে এদেশে ৪৯ হাজার কোটি টাকার ক্ষতি করলো। পেট্রোল বোমার মরনোৎসব করলো। জনপদ জ্বালিযে দিল। রাষ্ট্রের উপর বিভৎস আক্রমণ করলো এবং নির্বাচনী প্রক্রিয়া ঘুরিয়ে দিতে চাইলো। তাদের ব্যাপারে তারা এক ধরনের নিরবতা অবলম্বন করেছে। যারা সংবিধানে রচিত এই জাতি সত্ত্বার ভিত্তিকে অস্বীকার করে, যারা মাঝে মধ্যে জঙ্গিবাদের বিপক্ষে সুবচন দেন। অথচ তারাই বিশ্বের সর্বত্র জঙ্গিবাদকে উস্কে দেন। মঈনুদ্দিন খান বাদল বলেন, আজকে যারা নির্বাচনে আসেন নি তাদেরকে নির্বাচনে আসার জন্য বার বার আহবান জানানো হয়েছে। তারা আসেন নি। বরঞ্চ ভয় দেখিয়েছেন। এর বিপরীতে শেখ হাসিনা কি করতে পারতেন। নির্বাচনের পরে সমগ্র বাংলাদেশ বদলে গেছে। একটি আধুনিক দেশ হওয়ার যা কিছু লক্ষণ তা কি শেখ হাসিনা বিসর্জন দিতে পারতেন ? নারীর ক্ষমতায়ন হয়েছে, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জিত হয়েছে, দারিদ্রতা সংকোচিত হয়ে ২২ শতাংশে এসে দাঁড়িয়েছে এসবই শেখ হাসিনা সরকারের অবদান। সুতরাং এগুলোকে কি শেখ হাসিনা বিসর্জন দিতে পারেন না। উৎসঃ আমাদের সময় Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন