মেকআপ ছাড়া যেমন বলিউড তারকারা
20 Feb, 2014
মেকআপ ছাড়া তারকা আর লবণ ছাড়া খাবার সমান কথা। তবুও কখনো না কখনো তো নিশ্চয়ই মেকআপ ছাড়াই দেখা যায়। তারকাদের এমন ‘অসতর্ক’ মূহুর্তে ফটোগ্রাফাররা তুলে এনেছেন কিছু পরিচিত তারকার ‘অপরিচিত’ চেহারা।
রেখা
যুবতী বয়সের রেখার সাথে এখনকার রেখা’র অনেক ব্যবধান। আর মেকআপ ছাড়া? ৫৯ বছর বয়সী রেখা সম্প্রতি একটি সিনেমার স্ক্রিনিং অনুষ্ঠানে এসেছিলেন এভাবে মেকআপ ছাড়া।
কারিনা কাপুর
মেকআপ ছাড়া কারিনা কাপুরও আসলে মন্দ নন।
রানী মুখার্জি
বিমানবন্দরে মেকআপ ছাড়া রানী। পর্দা জীবনের কাছাকাছিই।
কঙ্গনা রানাউত
ফ্যাশন সচেতন হিসেবে নাম আছে কঙ্গনার। মেকআপ ছাড়া অন্যদের যেমনই লাগুক নিজে বোধহয় সন্তুষ্ট না। তাই মেকআপ ছাড়া ছবি তুলতে আলোকচিত্রীকে হাত দিয়ে মানা করে দেন।
আলিয়া ভাট
বয়স চলছে কুড়ি। চেহারার উজ্জ্বলতা আর শুভ্রতা তাই মেকআপ ছাড়াই আছে।
সোহা আলী খান
যে তারকারা মেকআপে কম নির্ভর করেন তাদের একজন সোহা আলী খান। প্রায়ই তাকে দেখা যায় মেকআপ বিহীন অবস্থায়।
ক্যাটরিনা কাইফ
বাস্তব জীবনে মেকআপ কম করেন ক্যাটরিনাও।
সুস্মিতা সেন
দুর্গা পূজায় এসে ভক্তদের সাথে মেকআপ ছাড়া ছবি তুলতে কোন আপত্তি নেই সুস্মিতার।
বিদ্যা বালান
বাস্তব জীবনে পাশের বাড়ির মেয়ের মতই থাকেন বিদ্যা।
হেমা মালিনী
বলিউডের ড্রিম গার্ল বলা হয় তাকে। মেকআপ ছাড়া স্বাভাবিক লুকেই যাতায়াতের এক ফাঁকে ক্যামেরায় ধরা পড়েন তিনি।
উৎসঃ বাংলানিউজ২৪
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন