বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪


হার্ডডিস্ক থেকে মুছে যাওয়া ডাটা উদ্ধার করুন 19 Feb, 2014 পিসি ব্যাবহার করতে গিয়ে ভুলবশত কোন গুরুত্বপূর্ণ ফাইল মুছে যেতে পারে। যেখানে হয়তোবা আপনার অনেক প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত ছিল। Pandora Recovery নামক একটি সফটওয়্যার ব্যাবহার করে আমরা উদ্ধার করতে পারি সেই মুছে যাওয়া ফাইল গুলো। এজন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হবে: ১. যে ড্রাইভ থেকে ফাইলগুলো স্থায়ী ডিলেট হয়েছে, সে পার্টিশনটি সামান্যতম মডিফাই করবেন না। পার্টিশনটি থেকে অন্য কোন ফাইল ডিলেট অথবা কপি করবেন না। এতে আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইলগুলো overwrite হয়ে যেতে পারে, যার ফলে আপনার ফাইল ফিরে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পরবে। ২. Pandora Recovery সফটওয়্যারটি ডাউনলোড করে launch করুন। ৩. Next বাটন ক্লিক করুন। ৪. No, I did not find my files” এ click করুন। ৫. যে পার্টিশন থেকে ফাইলগুলো ডিলেট হয়েছে, সেই পার্টিশনটি সিলেক্ট করে Next ক্লিক করুন। ৬. “Browse” সিলেক্ট করে Next এ click করুন। ৭. এবার বাম দিকের প্যানেল থেকে যেই ড্রাইভ থেকে ফাইল ডিলেট হয়েছে তা ক্লিক করুন। স্ক্যান করার পরে আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইল-ফোল্ডার গুলো দেখতে পাবেন। এবার ব্রাউজ করে আপনার মুছে যাওয়া ফাইলটি বের করুন। ৮. এবার আপনার মুছে হয়ে যাওয়া ফাইলের উপর Right Click করে Recover to তে ক্লিক করুন। ৯. এবার “To this folder (click Browse to choose existing folder of choose folder from the list):” এ ক্লিক করে অন্য পার্টিশন বা USB Drive এর লোকেশন সিলেক্ট করুন। ভুলেও যেই পার্টিশন থেকে ফাইল ডিলেট হয়েছে, সেই পার্টিশনের লোকেশন সিলেক্ট করবেননা। এতে আপনার বাকি unrecovered ডাটা ফিরে পাওয়া অনিশ্চিত হয়ে পরবে। এবার close ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার recovered ডাটা উৎসঃ প্রাইমনিউজবিডি Share on facebook Share on email Share on print 11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন