বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪


ইসলামিক মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠায় প্রচেষ্টা চলছে’
20 Feb, 2014 'সংখ্যাগরিষ্ঠ মুসলিম বৃহৎ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসি এবং পার্লামেন্টারি ইউনিয়ন অব ওআইসি মেম্বর স্টেটস (পিইউআইসি) এর প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্য দেশ হিসেবে ইসলামিক মূল্যবোধ এবং আদর্শ প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।' মঙ্গলবার স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী ইরানের রাজধানী তেহরানে পিইউআইসি এর নবম সম্মেলনে বক্তৃতাকালে একথা বলেন। তিনি বলেন, “শান্তি, সংহতি এবং ন্যায় বিচারের স্বার্থে আমাদের প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্র্ন। সংসদ সদস্য হিসেবে প্যালেস্টাইনিদের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক জনমত গঠনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। প্যালেস্টাইনের জাতীয় নিরাপত্তা এবং মানবিক উন্নয়নে আমাদের সর্বপ্রকার সহযোগিতা প্রদান করতে হবে।” স্পিকার শিরিন শারমিন বলেন, “সমগ্র বিশ্ব হতে আলাদাভাবে মুসলিম বিশ্বের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের নতুন দিগন্তের সাথে সমন্বয়ের উপর নির্ভর করছে মুসলিম উম্মাহর উন্নয়ন। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ওআইসিভুক্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের সংগে সমন্বিতভাবে কাজ করতে পারলে মুসলিম বিশ্বের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।” এ সময় বাংলাদেশের স্পিকার মুসলিম উম্মাহর উন্নয়নের স্বার্থে পিইউআইসি সদসভুক্ত দেশগুলোর জনগনকে একযোগে কাজ করার আহবান জানান। সমগ্র বিশ্বে মুসলিম উম্মাহর উন্নয়নে পিইউআইসি সদস্যভুক্ত দেশগুলোর পার্লামেন্টে কার্যকরী সংলাপ এবং আলোচনার ওপর স্পীকার বিশেষ গুরুত্বারোপ করেন। উৎসঃ পরিবর্তন Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন