শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪


২৪ বছরে দেশে এইডসে মৃত্যু ৪৭২ জনের, আক্রান্ত ৩০৪১ জন
22 Feb, 2014 ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী সনাক্ত হবার সময় থেকে ২০১৩ সাল পর্যন্ত এইচআইভি সংক্রমণ ঘটে ৩০৪১ জনের দেহে। এর মধ্যে শুধুমাত্র ২০১৩ সালেই ৩৭০ জনের শরীরে এইচআইভির সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ বছরে এদের মধ্যে ১২৯৯ জন মানুষের শরীরে এই সংক্রমণ এইডসে রূপান্তরিত হয়। এর মধ্যে মৃত্যু হয় ৪৭২ জনের। শুধুমাত্র ২০১৩ সালেই বাংলাদেশে এ মরণ ব্যাধিতে মারা গেছে ৮২ জন। শনিবার শহরের কেশবমোড়স্থ নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে 'এইচআইভি-এইডস প্রতিরোধ' শীর্ষক মতবিনিময় সভায় জাতীয় এইডস প্রতিরোধ সংস্থা এসটিডির জরিপের ভিত্তিতে এ তথ্য দিয়েছেন সেচ্ছাসেবী সংস্থা লাইট হাউজের কর্মকর্তারা। লাইট হাউজ মাগুরা জেলা সাংবাদিক গ্রুপ এর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউজ কর্মকর্তা আব্দুর রহমান বিপ্লব, বেলাল হোসেন, আশরাফুল ইসলাম, সাংবাদিক অলোক বোস, রূপক আইচ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১০ জন সাংবাদিক অংশ নেন। সভায় মাগুরা জেলার এইচআইভি-এইডস ঝুঁকি ও হিজড়া জনগোষ্ঠীর তথ্য উপাত্ত তুলে ধরে এর প্রতিরোধে নানা সুপারিশ উপস্থাপি করা হয়। উৎসঃ খাসখবরডটকম Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন