শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪


ঝিনাইদহে মোবাইলে গণধর্ষনের ভিডিও চিত্র: গৃহবধুর আত্মহত্যা
February 16, 2014 | Filed under: চলতি খবর,ঢাকার বাইরে | Posted by: নিউজ ডেস্ক/মেহা hang+sucideআরিফুল আবেদীন টিটো ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বারোবাজার গ্রামের এক জননীকে সন্ত্রারীরা জোরপূর্বক গণধর্ষন করে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ায় লজ্জায় আর অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বিউটি খাতুন (২০) নামের এক গৃহবধু। পুলিশ ও এলাকাবাসি জানিয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বারোবাজার গ্রামের ভ্যান চালক শহিদুল ইসলামের কন্যা বিউটি খাতুনের সাথে ২০১০ সালে একই উপজেলার আমবাগান গ্রামের মোহাম্মদ আলী পুত্র মিঠু মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে হৃদয় মিয়া নামের এ্কটি পুত্র সন্তানের জন্ম হয়। সংসার করার এক পর্যায়ে দেড় বছর আগে বিউটিকে সন্তানসহ তালাক দেয় মিঠু মিয়া। এরপর থেকে বিউটি তার পিতার বাড়িতে বসবাস করতে থাকে। গত মাসখানেক আগে মিঠু মোবাইল ফোনে বিউকে আবারও বিয়ে করার আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলে। মৃত বিউটির বড় ভাই মোঃ মিঠুন ইসলাম জানান, গত দিন দশেক আগে বিউটির সাবেক স্বামী মিঠু মিয়া বিউটিকে আত্মীয় বাড়ীতে বেড়াতে যাবার নাম করে কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে নিয়ে যায়। পরে একই গ্রামের বারোভূঁইয়া মাঠে নিয়ে বিউটির আড়াই বছরের শিশু পুত্র হৃদয়ের গলায় ছুরি ধরে সাবেক স্বামী মিঠু মিয়াসহ ৬জন সন্ত্রাসী তাকে পালাক্রমে ধর্ষন করে মোবাইলে ভিডিও চিত্র ধারন করে ইন্টারনেটে ধর্ষনের চিত্র ছড়িয়ে দেয়। পরে এই কথা বিউটি জানতে পেরে ক্ষোভ আর অপমানের জ্বালা সইতে না পেরে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। শনিবার সন্ধ্যায় পুলিশ পিরোজপুর বারোবাজার গ্রামে গিয়ে বিউটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মুজিবর রহমান জানান, ঘটনার পর থেকে বিউটির সাবেক স্বামী মিঠু মিয়াসহ অন্যান্য আসামীরা পালাতক রয়েছে। এই আত্মহত্যার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় নারী নির্যাতন আইনের ৯(ক)/৩০ ধারায় একটি মামলা হয়েছ্।ে মামলা নং-৯, তারিখ ১৫/০২/২০১৪। তিনি জানান, ইন্টারনেট ও বিভিন্ন মোবাইলে ধর্ষনের চিত্র ধারণকারী ধর্ষকদের আটক করার জন্য পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৬ ফেব্রুয়ারি, ২০১৪/০৯.২৮/মেহেদী হাসান - See more at: http://www.newsevent24.com/2014/02/16/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a8/#sthash.TxsQhXOG.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন