রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪


সংখ্যালঘু হামলার ৮৩ ভাগে আ’লীগ জড়িত : প্রবীর মিত্র
02 Feb, 2014 ৫ জানুয়ারির নির্বাচনের পর সারাদেশে যেসব সহিংসতা ঘটেছে সেগুলোর শতকরা প্রায় ৮৩ ভাগেই আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি পার্টি। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং তাদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে পার্টির সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুদের ওপর যেসব হামলা হয়েছে তার একটারও বিচার হয়নি। সব রাজনৈতিক দল সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে শুধু ফায়দা লুটেছে। কোনো সরকারের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ নয়। বড় বড় রাজনৈতিক দলে যেসব হিন্দু নেতা রয়েছেন তারা শুধু নিজের জন্য সুবিধা ভোগ করছেন। সাধারণ হিন্দুদের জন্য কিছুই করেননি। তিনি সরকারের কাছে ছয় মাসের মধ্যে সহিংসতার শিকারদের আর্থিকসহ সব ধরনের দ্রুত সহায়তার দাবি জানান। সবশেষে মাইনরটি মন্ত্রণালয় গঠন এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা না করা হলে সংখ্যালঘুদের নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্টির সহ-সভাপতি অমরেন্দ্র মল্লিক, প্রচার সম্পাদক অনিমেষ চক্রবর্তী, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার প্রমুখ। উৎসঃ জাস্ট নিউজ Share on facebook Share on email Share on print 7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন