শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪


দোজখে পুড়ছেন মার্ক্স-এঙ্গেলস’ নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-02-01 10:59:40.0 BdST Updated: 2014-02-01 11:14:37.0 BdST দার্শনিক কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলসের সঙ্গে যুগোশ্লাভিয়ার সাবেক কমিউনিস্ট নেতা যোসিপ ব্রজ টিটো (মার্শাল টিটো) দোজখের আগুনে পুড়ছেন। মন্টিনেগ্রোর একটি গির্জার দেয়ালে আঁকা একটি চিত্রে এমনটিই প্রদর্শন করা হচ্ছে। Print Friendly and PDF 0 1 762 এ বিষয়টি দেশটিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি। মন্টিনেগ্রোর রাজধানী পডগোরিকায় নতুন তৈরি করা গির্জাটি ইতোমধ্যেই এর জমকালো নকশার জন্য সমালোচনার মুখে পড়েছে। দোজখে মার্ক্স, এঙ্গেলস- গির্জার দেয়ালে এমন চিত্র দেখার পর সমালোচকরা এখন বলছেন, রাজনীতিতে নাক গলানো গির্জাটির উচিত হয়নি। কমিউনিস্ট যুগোশ্লাভিয়ার অংশ থাকার সময় মন্টিনেগ্রোয় মার্ক্স ও এঙ্গেলসের দর্শন পড়া বাধ্যতামূলক ছিল। এ বিষয়ে দ্রাগান নামের গির্জার এক কর্মকর্তা বলেন, “মার্ক্স, এঙ্গেলস এবং টিটো বলকান অঞ্চলে কমিউনিস্ট শয়তানের উদাহরণে পরিণত হয়েছেন। তাই চিত্রকর যেভাবে তাদের দেখেন তা প্রকাশ করার স্বাধীনতা তাকে দেয়া উচিত।” এরপর তিনি যোগ করেন, “তবে কে দোজখে যাবে আর কে বেহেশতে যাবে, গির্জার নামে তা বিচার করার তিনি কেউ নন।” দেয়ালচিত্রটির (ফ্রেসকো) শিল্পীর নাম প্রকাশ করা হয়নি। দেয়ালচিত্রটি রাখা হবে কিনা তা নিয়ে ইতোমধ্যে গির্জায় আগতদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে। আইনজীবী র্যাদি স্টানকোভিচ বলেন, “ধর্মনিরপেক্ষ বিশ্বে গির্জার অনুপ্রবেশ করা ঠিক না এবং কে দোজখে ও কে বেহেশতে যাবে তা ঠিক করাও তাদের কাজ না।” অপরদিকে মিলোস নামের একজন বলেন, “কমিউনিস্টরা অনেক পাপ করেছে। মার্ক্স, এঙ্গেলসের দর্শনের নামে তাদের অনুসারীরা অনেক মানুষকে খুন করেছে।” মন্টিনেগ্রোর আরেকটি গির্জার দেয়ালচিত্রে হিটলার, লেনিন ও টিটোকে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী জুডাসের সঙ্গে দেখানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন