বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪


সাইবার অপরাধীদের ছাড় দেয়া হবে না: ডিএমপি কমিশনার 23 Jan, 2014
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন, দিন দিন সাইবার অপরাধীদের তৎপরতা বাড়ছে। এটি প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জামের প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ এসব কার্যক্রম বাড়াচ্ছে। সাইবার অপরাধীদের ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পুলিশ সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক কর্মশালায় ডিএমপির ২০ সদস্য অংশ নেয়। ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। বিভিন্ন সময় অপরিচিত নম্বরে বিদেশ থেকে পুলিশ সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। ফেসবুকে নারীদের হয়রানি করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইনে পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেফতার এবং তার সাত থেকে ১৪ বছরের দণ্ড হতে পারে। পুলিশ সদস্যদের এ কর্মশালায় সহায়তা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) তানভির হাসান জোহা বলেন, আইনী সহায়তা এবং প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধীদের প্রাথমিকভাবে সনাক্ত করতে তার প্রতিষ্ঠান পুলিশ সদস্যদের কর্মশালায় সহায়তা করছে। এতে তাত্বিক ও ব্যবহারিক বিষয়গুলো পুলিশ সদস্যদের সাইবার ক্রাইম তদন্তে সহায়ক হবে। উৎসঃ নতুন বার্তা Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন