বিতর্কের ঘেরাটোপে ২০১৩'র ঢালিউড
তারিখ: ০২ জানুয়ারি ২০১৪, বৃহ:পতিবার ০৯:১৮ পিএম
এই সংবাদটি পড়েছেন 10310 জন
মিডিয়া টাইমস প্রতিবেদক: গেল বছরে হাজারো বিতর্ক ও আলোচনা-সমালোচনার ঘেরাটোপে নিমজ্জিত ছিল এদেশের চলচ্চিত্রাঙ্গন। ২০১৩ সালটা ঢালিউডে এমন কিছু ঘটনা ও দূর্ঘটনার সাক্ষি হয়ে আছে, যা আরো অনেকদিন বারবার উচ্চারিত হতে থাকবে। এসকল বিতর্কিত ঘটনা গুলো থেকে কয়েকটি তুলে ধরা হলো।
পি এ কাজলের অশ্লীল প্রস্তাব
ফেসবুকে এক নারী মডেলকে অশ্লীল প্রস্তাব দেন আলোচিত পরিচালক পি এ কাজল। আর সেটা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে ছিঃ ছিঃ পড়ে যায়, বিশেষ করে চলচ্চিত্র পরিচালকদের বিরুদ্ধে আরো অভিযোগ আসতে থাকে। ওদিকে প্রমানসহ এক জবানবন্দিতে এটম বোমা ফাঁটান নবাগত অমৃতা খান। তিনিও অভিযোগ করেন যে, চলচ্চিত্রে কাজ করার সুযোগ দেয়ার বিনিময়ে, পি এ কাজল তার কাছেও অশ্লীল আবদার করেছিলো। সংবাদটি প্রকাশের পরপরই সৃষ্টি হয় সমালোচনার ঝড়।
0122014211802d-3.jpg
অমৃতার এধরণের অভিযোগে নড়ে চড়ে বসে সমগ্র মিডিয়া। চলচ্চিত্র সংশ্লিষ্টরা পি এ কাজলের বিচার দাবি করেন। কেউ কেউ তাকে পরিচালক সমিতি থেকে আজীবনের মতো বহিস্কার করার দাবি তোলেন।
সাংবাদিকের বিরুদ্ধে প্রসূণের হুমকি
শ্যুটিং ইউনিটে মাদক গ্রহণের সংবাদ প্রকাশের জের ধরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও একজন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দেন চলচ্চিত্রে নবাগত প্রসূন আজাদ। এই তারকার মতে চলচ্চিত্রে তার ক্যারিয়ার ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবেই এ ধরণের সংবাদ প্রকাশ করা হয়েছে।
0122014212124d-4.jpg
প্রসূন আরো দাবি করেন তিনি কখনও শ্যুটিং ইউনিটে থাকা অবস্থায় কিংবা শ্যুটিং চলাকালে মাদক গ্রহণ করেননি। তাই তিনি আইনের আশ্রয় নেবেন। কিন্তু পরবর্তীতে কোনো এক অজানা কারণে মামলা করা থেকে বিরত থাকেন তিনি।
পপির বিয়ের গুজব
বছরের মাঝামাঝি হঠাৎ করেই চিত্রনায়িকা পপি'র বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। অসমর্থিত সূত্র থেকে দাবি করা হয় গোপনে বিয়ে করেছেন এই নায়িকা। বরের নাম গাজী মিজানুর রহমান, পেশায় একজন চিকিৎসক। তার উপর সম্পর্কে পপির কাজিন। খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত 'খুলনা সার্জিক্যালে'র মালিক তিনি।
তবে চিকিৎসক গাজী মিজানুর রহমান পূর্বে একটি বিয়ে করেছেন। সেই সংসারে তার একটি সন্তানও রয়েছে। এমন কি পপি যখন খুলনা যান, তখন গাজী মিজানের বাসাতেই থাকেন। আবার মিজান ঢাকায় এলে পপির বাসাতে ওঠেন। এভাবেই তাদের সংসার জীবন এগিয়ে চলেছে।
0122014212412d-5.jpg
কিন্তু বিয়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন পপি তখন জানান, মিডিয়া তাকে অনেকবার বিয়ে দিয়েছে। প্রতিবারই বিয়ের খবর গুজবে পরিণত হয়েছে। এবারো তাই হবে। তিনি গাজী মিজান নামে কাউকে চিনেন না। আর বিয়ে যদি করেনই তবে সবাই জানিয়ে জাঁকজমকপূর্ণ বিয়েই করবেন।
ববি ও ইফতেখার চৌধুরীর গোপন অভিসার
ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ববি। আর ববির এই এগিয়ে থাকার পেছনের কারিগর হলেন পরিচালক ইফতেখার চৌধুরী। কারণটা খুব সহজেই অনুমেয়। ইফতেখার চৌধুরীর 'খোঁজ : দ্য সার্চ' ছবিতে অভিনয় করে বড় পর্দায় নাম লিখিয়েছিলেন এই নায়িকা। প্রায় দু'বছর পর একই পরিচালকের ‘দেহরক্ষী' ছবিতে আবেদনময়ী অভিনয় দিয়ে জয় করে নেন দর্শক মন। মূলত এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেন ববি। সম্প্রতি একই পরিচালকের মুক্তির প্রতিক্ষায় থাকা ‘রাজত্ব' ছবিতে অভিনয় করেন ববি। এই ছবির শ্যুটিং চলাকালেই পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে নায়িকা ববিকে বিভিন্ন জায়গায় সময়ে অসময়ে ঘুরতে দেখা যায়। আর তা থেকেই শুরু হয় নানা গুঞ্জন।
0122014212456d-6.jpg
দুই একটি অনলাইন সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে। কিন্তু এই গুঞ্জনের আগুনে পানি হিসেবে কাজ করে ইফতেখার চৌধুরীর ফেসবুক স্ট্যাটাস। তখন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সব কিছু অস্বীকার করে দাবি করেন, একজন নায়িকার সঙ্গে পরিচালকের যতটুকু সর্ম্পক রাখা দরকার তিনি ঠিক ততটুকুই ববির সঙ্গে রেখেছেন। এমন কি অনলাইন সংবাদ মাধ্যমগুলো কোনো কিছু যাচাই না করেই সংবাদ প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন এই পরিচালক। আর তাতে করে এযাত্রা রেহাই পেয়ে যান এই পরিচালক, সঙ্গে উঠতি নায়িকা ববিও।
দি ডিরেক্টর মুক্তি আন্দোলন
প্রায় এক বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে কামরুজ্জামান কামু পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ডিরেক্টর'। আপিল করেও সেন্সর ছাড়পত্র মেলেনি এই ছবিটির ভাগ্যে। কারণ হিসেবে বলা হয় চলচ্চিত্রটিতে পরিচালকদের হেয় করা হয়েছে। সেন্সর বোর্ডের দাদাগিরির প্রতিবাদে আন্দোলনে নামে তরুণ নির্মাতারা। তারা সেন্সর বোর্ডের সদস্যদের কাছে জানতে চায় এধরণের অজুহাতে চলচ্চিত্র আটকে দেয়া আইন সম্মত কিনা। এ প্রসঙ্গে দ্বন্দ্ব তৈরী হয় নির্মাতাদের সঙ্গে সেন্সর বোর্ডের। সেন্সর প্রথা বাতিলের দাবি আসে। ফলস্বরূপ গোটা সেন্সর বোর্ড বাতিলের দাবিতে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেয় নির্মাতারা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয় আন্দোলন। নতুন বছরে এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়।
২ জানুয়ারি, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন