যুক্তরাষ্ট্রের মুসলমান সেনারা পাগড়ি ও টুপি পরতে পারবে
23 Jan, 2014
এখন যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীতে কর্মরত মুসলমান ধর্মের লোকেরা দাড়ি রাখতে, টুপি ও পাগড়ী পরে দায়িত্ব পালন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর ক্ষেত্রে পোশাকের নিয়ম-কানুনের কড়াকড়ি কিছুটা শিথিল করায় এ সুযোগ পাবেন কর্মরত মুসলমানরা। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীতে মুসলমান, শিখ, ইহুদি এবং আরও বিভিন্ন সমপ্রদায়ের মানুষ কর্মরত আছেন। তারা অনেকেই প্রচলিত ইউনিফর্মের সঙ্গে নিজ নিজ ধর্মের পোশাক যোগ করতে ইচ্ছুক। সেনাবাহিনীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তদের ইচ্ছায় সাড়া দিয়ে পেন্টাগন কর্তৃপক্ষ পোশাকের কড়াকড়ি শিথিল করেছে বলে বিবিসর খবরে জানানো হয়েছে।
এ জন্য কর্মরত মুসলমানরা এখন থেকে চাইলে এখন থেকে দাড়ি রাখতে পারবেন। মাথায় পরতে পারবেন টুপি ও পাগড়ি।
লেফটেন্যান্ট কমোডর ন্যাট ক্রিশ্চেনসেন জানান, এই অনুমোদন এমনভাবে দেওয়া হবে, যাতে এর ফলে কাজের পরিবেশে কোনো প্রভাব না পড়ে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তিন হাজার ৭০০ জন মুসলমান কর্মরত রয়েছেন।
উৎসঃ জাস্টনিউজবিডি
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন