এটা কোনো সংসদ না : রফিক-উল হক : ৪-৫ শতাংশ ভোট পড়েছে : ড. শাহদীন মালিক
11 Jan, 2014
একতরফা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। প্রস্তুতি চলছে আগামী ১২ জানুয়ারি মন্ত্রিসভা গঠনের। নানা প্রক্রিয়া সম্পন্ন করে নতুন করে সরকার গঠনের দিকে আগাচ্ছে শেখ হাসিনা। তবে শেখ হাসিনার এ একতরফা নির্বাচন ও সরকার গঠনের প্রক্রিয়াকে অসাংবিধানিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন দেশের সংবিধান বিশেষজ্ঞরা। ‘এটা কোনো সংসদ নয়’ বলে মন্তব্য করেছেন দেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। অন্যদিকে এটা একটি অসুস্থ সরকার বলে আখ্য দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। গতকাল বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে এসব মন্তব্য করেন এ দুই সংবিধান বিশেষজ্ঞ।
ব্যারিস্টার রফিক-উল হক বলেন, যেভাবে নির্বাচন হবার কথা এটা সেভাবে হয়নি। নির্বাচনের নামে সিলেকশন করা হয়েছে। সংবিধানের দিকে ভালোভাবে তাকালে এটাকে সংসদ বলা যাবে না। এটা কোনো সংসদ না। এটি সংবিধানের মূল চেতনার পরিপন্থী।
কারণ, দেশে ৯ কোটি ১৯ লাখ ভোটারের মধ্যে এক কোটি কিংবা তার চেয়ে একটু বেশিসংখ্যক ভোটার তাদের ভোট দিতে পেরেছেন। অন্যদিকে বেশিরভাগ লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, এ নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করা হয়, তা হবে অসুস্থ সরকার। কারণ এতে মোট ভোটারের মাত্র ৪ থেকে ৫ ভাগ ভোটার তাদের ভোট দিতে পেরেছে। বাকি ৯৫ ভাগ লোক তাদের মতামত প্রকাশ করতে পারেননি।
উৎসঃ আমার দেশ
Share on facebook Share on email Share on print 6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন