সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪


কলকাতায় গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা গুরুতর নয়া দিগন্ত ডেস্ক ২১ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১২:৪৩ কলকাতার ব্যস্ত রাস্তায় গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা গুরুতর। গত রোববার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন ২১ বছর বয়সী ওই তরুণী। বর্তমানে তিনি হাওরা হাসপাতালে ভর্তি আছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কলকাতার হওরা এলাকার বাসিন্দা তরুণী একটি বিপণিকেন্দ্রে কাজ করতেন। ঘটনার দিন রাত সাড়ে ৭টার দিকে সহকর্মীদের সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। কলকাতার হাস্টিং ক্রসি এলাকা পার হলে তার সহকর্মীরা নিজ নিজ বাড়িতে চলে যান। তরুণী বাড়ি উদ্দেশে একটি শাটল ট্যাক্সিতে ওঠেন। বাংলা নিউজ। কলকাতা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, তরুণীটি যখনই গঙ্গসংলগ্ন প্রিনসেপ ঘাট অতিক্রম করেন তখন পাঁচজন পুরুষ এসে গাড়ি থামিয়ে তাকে জোরপূর্বক অস্ত্রের মুখে বের করে আনে। এরপর তাকে পার্কে থাকা একটি ট্রাকের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। যাওয়ার সময় তার সাথে থাকা মোবাইল ফোটনটিও নিয়ে যায়। সকালে জ্ঞান ফিরে পেলে তিনি কোনোমতে গাড়িতে করে হাওরা থানায় পৌঁছান। পরে পুলিশই তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রথমে হাওরা থানায় মামলা দায়ের করা হলেও পরে গুরুত্ব বিবেচনা করে ওয়াটগুঞ্জ থানায় মামলাটি স্থানান্তর করা হয়। পুলিশ সিটিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছেন।
http://dailynayadiganta.com/details.php?nayadiganta=MTEyNTU%3D&s=MTU%3D

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন