দেশ ও দেশের বাইরে হেফাজতে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে
01 Feb, 2014
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বর্তমানে দেশ ও দেশের বাইরে হেফাজতে ইসলাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখে দেয়ার ব্যাপারে হেফাজতের কর্মী-সমর্থকদের সজাগ থাকতে হবে।
তিনি গতকাল বাদ জুমা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদরাসায় দুই দিনব্যাপী ইসলামি সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আল্লামা শফী বলেন, ঈমান-আকিদা ও ইসলামের ইজ্জত রার জন্য আমাদের আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ওলামাদের চলমান নাস্তিক্যবাদবিরোধী আন্দোলনে আমাদের বহুমুখী অর্জন রয়েছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে, ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী শক্তির বিপরীতে আমাদের জোরালো অবস্থান। এই বার্তা তাদের কাছে পৌঁছাতে পেরেছি।
তিনি আরো বলেন, সনদ ছাড়া হক্কানি ওলামাদের আল্লাহ যে সম্মান দিয়েছেন, তা রাজা-বাদশার চেয়েও বড় মর্যাদার। কওমি মাদরাসার শিাব্যবস্থায় সরকার যে শিা সনদ দেয়ার কথা বলছে, আমরা সেই সনদ নেবো না। আলেম-ওলামাদের দাবি-দাওয়া না মেনে এমন সনদ কোনো কাজে আসবে না।
মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইদ্রিস। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সেলিম উল্লাহ।
সমাবেশে দলের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, এ দেশের ধর্মপ্রাণ মুসলমান ১৩ দফা ঈমানি দাবিতে ঐক্যবদ্ধ। আগেও বলেছি ৯০ ভাগ মুসলমানের এই দেশে ঈমান আকিদা ও ইসলামের বিপে এবং ধর্মদ্রোহীদের পে এভাবে অবস্থান নিয়ে কেউ মতায় টিকতে যেমন পারবে না, তেমনি মতায় যেতেও পারবে না।
উৎসঃ নয়া দিগন্ত
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন