নয়া দিল্লিতে এবার গণধর্ষণের শিকার ড্যানিশ বৃদ্ধা
15 Jan, 2014
ভারতে ফের ঘটলো বিদেশী পর্যটক গণধর্ষণের ঘটনা। মঙ্গলবার রাজধানী নয়া দিল্লিতে ডেনমার্ক থেকে আসা এক পর্যটককে ধারাল অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অন্তত ছয়জন। নয়া দিল্লি স্টেশনের কাছে ৫১ বছরের ওই ড্যানিশ নারীকে গণধর্ষণ করার পাশাপাশি, তার জিনিসপত্রও ছিনতাই করা হয়।
মিউজিয়াম দেখতে হোটেল থেকে বেরিয়েছিলেন ওই নারী। মিউজিয়াম দেখে ফেরার পর তিনি বুঝতে পারেন পথ হারিয়েছেন। এরপর তিনি ফেরার পথ জিজ্ঞাসা করেন কয়েকজন যুবককে। তাদের মধ্যে একজন সেই নারীকে পথ চেনানোর নাম করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই ধারাল অস্ত্র দেখিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়।
অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে এসে সেই নারী হোটেলের ম্যানেজারকে সব কথা খুলে বলেন। হোটেলের ম্যানেজার ফোন করেন পুলিশকে।
পাহাড়গঞ্জ পুলিশ স্টেশনে তার অভিযোগ নেয়া হয়েছে। ড্যানিশ দূতাবাসকেও ঘটনাটি জানানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।
ট্যুরিস্ট ভিসায় আসা নির্যাতিতা সেই মহিলা দেশে ফিরে যাওয়ার আবেদন করেছেন। সূত্র: জিনিউজ।
উৎসঃ নতুন বার্তা
Share on facebook Share on email Share on print 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন