বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪


ক্ষমা চাইলেন প্রভা অনলাইন প্রতিবেদক | আপডেট: ১৪:৩৯, জানুয়ারি ০২, ২০১৪ ৫৭ সাদিয়া জাহান প্রভা।নিজের ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাইলেন আলোচিত অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা। আরটিভির ‘আমি আর মা’ অনুষ্ঠানে মায়ের কাছে ক্ষমা চান তিনি। সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। প্রভা বলেন, ‘সন্তান যে ভুলই করুক, মা সব সময় আগলে রাখেন। আমার মা-ও এর ব্যতিক্রম নন। আমার সব বিপদে মা পাশে থেকে উদ্ধার করেছেন। জুগিয়েছেন সাহস।’ তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। আমিও জীবনে কিছু ভুল করেছি। যদি এ ভুলগুলো বাবা-মা ক্ষমা করে দেন, তাহলে ভাবব সবাই আমাকে ক্ষমা করেছেন। আর এ জন্য মায়ের কাছে ক্ষমা চাই।’ আরটিভির ‘আমি আর মা’ অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়েছেন অভিনেত্রী প্রভা ও তাঁর মা রাবেয়া রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত্। তিনি বলেন, ‘সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা স্বপ্নের মতো। তাঁরা যখন টিভি বা সিনেমায় তাঁদের সেই প্রিয় মানুষটিকে দেখেন, তখন প্রিয় মানুষটির সম্পর্কে নানান তথ্য জানার ইচ্ছা পোষণ করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষদের তাঁদের সেই সব পছন্দের তারকার নানান অজানা তথ্য জানানোর চেষ্টা করি।’ তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের এই পর্বে প্রভার মা রাবেয়া রহমান জানাবেন ছোটবেলা থেকে প্রভার বড় হয়ে ওঠার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকবে তাঁর ছোটবেলার ছবি ও ভিডিও। ‘আমি আর মা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩ জানুয়ারি শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে। beta I ব্যবহারবিধি Facebook Twitter Google+ Bangla Font Help LoginRegister Prothom Alo বিনোদন প্রচ্ছদ আজকের পত্রিকা বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি মতামত খেলা বিনোদন চলচ্চিত্র ঢালিউড বলিউড হলিউড আলাপন সংগীত বাংলা গান বিদেশের গান মঞ্চ টেলিভিশন ফিচার বিজ্ঞান ও প্রযুক্তি জীবনযাপন আরও... প্রচ্ছদ বিনোদন সংবাদ ক্ষমা চাইলেন প্রভা অনলাইন প্রতিবেদক | আপডেট: ১৪:৩৯, জানুয়ারি ০২, ২০১৪ ৫৭ সাদিয়া জাহান প্রভা।নিজের ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাইলেন আলোচিত অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা। আরটিভির ‘আমি আর মা’ অনুষ্ঠানে মায়ের কাছে ক্ষমা চান তিনি। সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। প্রভা বলেন, ‘সন্তান যে ভুলই করুক, মা সব সময় আগলে রাখেন। আমার মা-ও এর ব্যতিক্রম নন। আমার সব বিপদে মা পাশে থেকে উদ্ধার করেছেন। জুগিয়েছেন সাহস।’ তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। আমিও জীবনে কিছু ভুল করেছি। যদি এ ভুলগুলো বাবা-মা ক্ষমা করে দেন, তাহলে ভাবব সবাই আমাকে ক্ষমা করেছেন। আর এ জন্য মায়ের কাছে ক্ষমা চাই।’ আরটিভির ‘আমি আর মা’ অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়েছেন অভিনেত্রী প্রভা ও তাঁর মা রাবেয়া রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত্। তিনি বলেন, ‘সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা স্বপ্নের মতো। তাঁরা যখন টিভি বা সিনেমায় তাঁদের সেই প্রিয় মানুষটিকে দেখেন, তখন প্রিয় মানুষটির সম্পর্কে নানান তথ্য জানার ইচ্ছা পোষণ করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষদের তাঁদের সেই সব পছন্দের তারকার নানান অজানা তথ্য জানানোর চেষ্টা করি।’ তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের এই পর্বে প্রভার মা রাবেয়া রহমান জানাবেন ছোটবেলা থেকে প্রভার বড় হয়ে ওঠার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকবে তাঁর ছোটবেলার ছবি ও ভিডিও। ‘আমি আর মা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩ জানুয়ারি শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে। Facebook Twitter Google+ টি ভি র প র্দা য় বাংলাদেশ টেলিভিশনসন্ধ্যা৬-১০ চেনাজানা।৬-৩৫ পুষ্টিকথা।৭-০০ শেষ... আ জ কে র ছ বি এটিএন বাংলাবেলা ৩-০৫ বলনা কবুল (শাকিব খান, অপু বিশ্বাস, মিশা... সর্বশেষ পঠিত রাজধানীতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ৩ উড়ে এসেই বনে গেলেন সাংসদ ঘরে ঘরে যাচ্ছেন মতিয়া শেষ মুহূর্তে কিছুটা জমল কুড়িগ্রামের নির্বাচনী প্রচার ‘শেখ হাসিনার সালাম নিন লাঙ্গল মার্কায় ভোট দিন’ সকল সর্বশেষ পাঠকের মন্তব্য ( ৫৭ ) User Picture মানিক আফ্রাদ২০১৪-০১-০২ ১৪:৩১ via phone ২০ ১৫ ভুল যখন হয়েছে, ক্ষমা চাইতে হবেই | আর প্রভার বক্তরা আপনাদের মনে যদি কষ্ট থাকে তাহলে স্ব-উদ্যোগে মাফ করে দিবেন User Picture Md.Iqbal Hossain২০১৪-০১-০২ ১৯:৪৩ via computer ১৯ ৬ সানি লিওনের মত পেশাদাররা যখন বলিউডে অভিনয় করতে পারে সে ক্ষেত্রে প্রভা তো তেমন কিছুই করেনি। User Picture Shamsujjoha Sujan২০১৪-০১-০২ ২০:১০ via computer ৬ ০ অতীত জীবনের ভুলের জন্য সকলের উচিত আত্মউপলব্ধি করে সর্বপ্রথমে উপরওয়ালার কাছে ক্ষমা চাওয়া । প্রভা যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকেন তবে দেখিয়ে কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই । User Picture MuKuL Rahman২০১৪-০১-০২ ২১:২৩ via computer ১ ১ Md.Iqbal Hossain really said the truth................ User Picture MD. Waheed Anogh২০১৪-০১-০২ ২২:০২ via phone ২ ০ তা কি ভুল যেন করেছিল? ? User Picture sumon২০১৪-০১-০২ ১৪:৩৯ via computer ২১ ১৫ Natok?? User Picture GM Saqline২০১৪-০১-০২ ১৪:৩৬ via computer ৪৯ ১৬ চরিত্র সকল মানুষের সম্পদ, ক্ষমা চাইলে তো আর সবকিছু স্মৃতি থেকে মুছে যাবে না। User Picture Meer abul Hasan Al Murad২০১৪-০১-০২ ১৭:০২ via computer ৫ ৯ Right. User Picture Md. shohrab Hossain২০১৪-০১-০২ ১৪:৪৭ via computer ১১ ৩ কি আর বলব ? User Picture MD. Omur Faruk২০১৪-০১-০২ ১৪:৫৩ via computer ৫৬ ৩ আদম সন্তান সবাই ভুল করে। ভুলকারীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। (তিরমিযী) User Picture সাইফ২০১৪-০১-০২ ১৫:৪৫ via computer ২২ ৩৬ এই ভুল ক্ষমার অযোগ্য User Picture Zakir Khan২০১৪-০১-০২ ১৫:০০ via computer ৮৩ ৪ মায়ের কাছে ক্ষমা ও দেখছি বিনোদনের অংশ হয়ে যাচ্ছে... User Picture Suman, Saudi Arabia২০১৪-০১-০২ ১৬:৫১ via computer ১২ ৫ সুপার লাইক টাইক বলাটা ঠিক হবে না এখানে, তাই বলতে হচেছ " এখানকার সেরা মন্তব্য " আপনি করেছেন । User Picture Arman Farid Ahmed২০১৪-০১-০২ ২২:৪১ via computer ১ ১ super like.. User Picture Md Rashedul Islam২০১৪-০১-০৩ ০৮:৪৬ via computer ০ ০ boss you r really boss. 100000000000000000000000000000000000000000000000000 like User Picture Arifur২০১৪-০১-০২ ১৫:০১ via tablet ১৯ ৮ ক্ষমা চাওয়ার কি আছে? ১ ভাগ ছেলেরাও তো মাফ চায় না। User Picture Mizan (Ca It)২০১৪-০১-০২ ১৫:০৩ via computer ৭ ৩৬ প্রভা তোমার নামের অর্থ হল "জাঁকজমক, উজ্জ্বল দীপ্তি, দ্যুতি, জলুস, অত্যুত্কর্ষ" তাই বিগত দিনে তোমার অভিনয়ে দর্শক তার প্রমান পেয়েছিল। User Picture খালেদা খানম২০১৪-০১-০২ ১৫:৪১ via computer ৩৭ ৮ মিজান সাহেব @ আপনি তো আবুল হুসেন হেয়ে গেলেন , আবুল হুসেন সংসদে সাংসদদের নামের অর্থ বলে বক্তব্য শুরু করতেন । User Picture Ether২০১৪-০১-০২ ১৫:০৮ via computer ১৩ ৪৪ আই লাইক হার User Picture Suman, Saudi Arabia২০১৪-০১-০২ ২০:১৮ via computer ৫ ১ সবুর করেন মেওয়া ফলবে কোন একদিন । User Picture Abdullah Al Mamun২০১৪-০১-০২ ১৫:০৮ via computer ১৫ ১৬ best of luck User Picture swapnil khan২০১৪-০১-০২ ১৫:১৩ via computer ১৬ ২ কিছু বলার নেই..................। User Picture সায়েম সজল২০১৪-০১-০২ ১৫:২৪ via phone ১০ ০ হুমম User Picture biplob২০১৪-০১-০২ ১৫:২৩ via computer ১৭ ১২ উনার মনে রাখা দরকার উনার মত সেলিব্রেটিদের মানুষ ফলো করে User Picture মোহাম্মদ ইশফাক জাহান২০১৪-০১-০২ ১৫:৫০ via computer ৪১ ৪ আপনারও মনে রাখা উচিত, এগুলো এদের সবারই আছে। ঘৃণা করলে সবাইকে করেন, নইলে কাউকে না। এরটা প্রকাশ পেয়েছে বলেই এ খারাপ, আর বাকি সবাই ফেরেশতা, এমনটা ভাবা ঠিক হবে না। আর রাজীব নিজেও তো ওটাতে জড়িত, তাহলে শুধু প্রভা একাই গালি খাবে কেন? User Picture rassell sk২০১৪-০১-০২ ১৬:২৮ via computer ১৪ ৭ আর রাজীব নিজেও তো ওটাতে জড়িত, তাহলে শুধু প্রভা একাই গালি খাবে কেন? শুধু পুরুষ শোশন করবে .। শাশিত হবেনা কখনও .... User Picture Md. Abdul Kayum২০১৪-০১-০২ ১৫:৩৩ via computer ৭ ৩ Thanks for realization User Picture Md. Ajmal Hossain২০১৪-০১-০২ ১৬:০৮ via computer ১৭ ১ খবরটার সাথে মা শব্দটা আছে, তাই আর কোন মন্তব্য করলামনা... User Picture Akbar২০১৪-০১-০২ ১৬:১২ via phone ১২ ২ ক্ষমা চাইলেন কি জন্য ? সেটাই তো বুঝলাম না!!!! User Picture মোঃ লুৎফর রহমান২০১৪-০১-০২ ১৭:৩২ via computer ৭ ১ আমিও তো তা ই কই। User Picture azad a matubber২০১৪-০১-০২ ১৮:০৭ via computer ৬ ২ না বুঝাই ভাল । User Picture MD Rashid২০১৪-০১-০২ ১৬:২২ via computer ১২ ৮ প্রভা,জিবনে কম বেশি ভুল সবাই করে। তোমার ব্যাপারটা নিয়ে ভেংগে পরার কিছু নেই। তুমি তাদের চেয়ে অন্তত ভাল, যারা কিছু টাকার বিনিময়ে মানুষকে আগুনে পুড়তে দ্বিধা করেনা। তোমার যা হয়েছে তা ভুলে যাও; নিজেকে খারাপ বা অন্যায়কারি ভাবার কিছু নেই। জীবনটা ভালভাবে কাটিয়ে দাও! User Picture মজিদ ( বিসর্জন ছারা দেশ সেবা হয় না হয় না হয় না )২০১৪-০১-০২ ১৬:৩৬ via computer ১৬ ০ অন্য কারো বেলায় কি হত জানি না, তবে প্রভা যে এখনও বহাল তবিয়তে টিকে আছে সেটাই অনেক। বলতেই হয় প্রভার সাহস আছে। User Picture Md. Omar Faruk২০১৪-০১-০২ ১৬:৫০ via computer ৩ ৪ ব্যাপারটা ঠিক বুজবার পারলাম না ...................... User Picture Rahman২০১৪-০১-০২ ১৭:০৩ via computer ৫ ০ Relization is main things. Sometimes we are going to wrong path. User Picture mdsalim২০১৪-০১-০২ ১৭:২১ via computer ৩ ১১ ভাবতে অভাক লাগে যে , আপনারা যারা মিডিয়াতে আছেন তাদেরকে আমরা অনেক সচেতন এবং বুদ্ধিমান মনে করি। কিন্তু আপনার যা কিছু হয়ে গেছে সেটা আপনার ছরম একটা বকামির পরিছয় মাত্র ।আপনি আমার একজন প্রিয় অভিনেত্রি ছিলেন । আপনার বলা ডায়লগ রেকর্ড করে বার বার শুনতাম। আপনার কথা বলার মিষ্টি লেগে থাকে। যা আমাকে প্রতিমুহূর্ত মোহিত করতো । কিন্তু এখন আর সে ভাবে করেনা। কিন্তু কিছু হলেও করতো, যদি আপনি প্রেসব্রিপিং করে ভক্তদের কাছে ক্ষমা ছাইতেন। এইটা তো মনে রাখা উচিত যে , ভক্ত ছাড়া চেলিব্রেটি হওয়া যায়না। জাদের দিয়ে আপনার পরিচিতি তাদের কাছে ক্ষমা ছাওয়া ছোট হওয়ার কিছু নাই । তা হলে আমার মত আপনার লক্ষ লক্ষ ভক্ত আপনাকে ঠিক আগের জাইগায় নীয়ে যেত । দেরি করে হলেও পত্রিকার মাধ্যমে ক্ষমা ছেয়ে নিয়েছেন তার জন্য আপনার শুভ কামনা করছি। User Picture md. imam hasan২০১৪-০১-০২ ২১:৫১ via computer ০ ১ মিডিয়া ব্যক্তিদের অনুসরণ করার মাঝে কোন আদর্শ নাই। খোঁজ নিয়া দেখেন ৯০% এর বেশি সেলেব্রেটি এসব ঘটনা কে স্বাভাবিক মনে করে। User Picture Zahirul Islam২০১৪-০১-০২ ১৮:৩২ via computer ২ ০ good User Picture mostaq ahmed২০১৪-০১-০২ ১৯:০০ via phone ৮ ১ সময় থাকতে মানুষের হুশ হয় না এটাই আফসোস। কিছু ভুল ..... ভুলতে আসলে অনেক সময় লাগে। User Picture Muhammad shariful Islam২০১৪-০১-০২ ২০:৪২ via computer ০ ০ ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে User Picture Asif mahmud২০১৪-০১-০২ ২০:৪৮ via computer ০ ০ হাউসফুলে যখন কাজ করেছিলেন তখন থেকেই ভালো লাগতো , ভাবিনি কখনো আপনাকে ঐ ভাবে দেখবো , আপনার সেই কৃতকর্ম টি যখন দেখি তখন খুব খারাপ লেগেছিলো । সেলিব্রেটিদের উচিত অনেক সতর্কের সাথে চলা । কারন আপনারা উল্টা পালটা কিছু করলে , ফ্যান রা বুঝতে পারলে খুব খারাপ লাগে : ( :( User Picture Muhammad shariful Islam২০১৪-০১-০২ ২০:৪৯ via computer ০ ০ মানুষ সব্দের অর্থ হল,, জাহার আছে মান ,আর জাহার আছে হুশ, তার নাম মানুষ। User Picture md shaed badsha২০১৪-০১-০২ ২১:০৩ via computer ০ ০ Wrong Turn at life kept User Picture joy২০১৪-০১-০২ ২১:১৪ via computer ১ ০ সবাই ভুল করে, কারো টা দেখি, কারো টা না। তবে ভুলকারীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। User Picture জাকির হোসেন - অন্যদৃষ্টি২০১৪-০১-০২ ২১:২৯ via computer ০ ০ ধিক ! User Picture Najim Ahmed- KSA.২০১৪-০১-০২ ২১:৪২ via computer ১ ১ প্রভার ক্ষমা চাওয়া ঠিক হয়নি। ঐ জগতে এটাই সাভাবিক। এরকম আরও কত প্রভা আছে .............. Indeed we love you ....................... User Picture md. imam hasan২০১৪-০১-০২ ২১:৪৭ via computer ০ ০ প্রভা যদি সত্যি ই অনুতপ্ত হতো সে নিজেকে মিডিয়া জগত থেকে সরিয়ে নিত। কন্তু সে সেটা করে নি উল্টো সে তার স্বামির সাথে অন্তরঙ্গ ছবি আপলোড করেছে। (সে করেছে কিনা জানি না তবে পেয়েছি)। User Picture Md. Arshad Ali২০১৪-০১-০২ ২২:১৪ via tablet ০ ২ Din din manuser lozza harie jasse User Picture M. H. Rahmatullah Babu২০১৪-০১-০২ ২৩:০১ via computer ০ ০ প্রভা যা করেছে তা আমরা ইউটিউবে দেখেছি। এই কাজের জন্য শুধু মায়ের কাছে নয়, আল্লাহর কাছে এবং দেশবাসীর কাছেও ক্ষমা চাইতে হয়। User Picture M. H. Rahmatullah Babu২০১৪-০১-০২ ২৩:০৯ via computer ০ ২ আল মাহমুদ কিংবা আকবর আলি খান ছেলেবেলায় কিভাবে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে বড় হয়ে উঠেছেন, সা'দাত হুসেন কিংবা বদিউর রহমান কিভাবে নোয়াখালীর গ্রামে বড় হয়েছেন সেটা দেখানো হোক। প্রভা কিভাবে বড় হয়েছেন তা তরুণতরুণীদের না দেখাই ভালো। User Picture Iliyas২০১৪-০১-০৩ ০০:২৪ via computer ১ ০ তোমার এই ভূল ছিল আমাদের জন্য অনেক বড় পাওয়া! User Picture saznus nazib২০১৪-০১-০৩ ০০:২৬ via computer ১ ৩ তুমি যে আসলেই আনেক সুন্দর তা আমরা দেখেছি। User Picture M. H. Rahmatullah Babu২০১৪-০১-০৩ ০২:১৪ via computer ০ ০ আল মাহমুদ বা আকবর আলি খান ছেলেবেলায় কিভাবে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে বড় হয়ে উঠেছেন কিংবা সা'দাত হুসেন বা বদিউর রহমান কিভাবে নোয়াখালীর গ্রামে বড় হয়েছেন সেটা দেখানো হোক। প্রভা কিভাবে বড় হয়েছেন তা তরুণতরুণীদের না দেখাই ভালো। User Picture Md Jahid Hasan২০১৪-০১-০৩ ০২:৩৭ via computer ০ ০ ঘটনাক্রমে প্রভার বিষয়টি প্রকাশ হয়ে পড়েছিল কিন্ত আরও কতজনের ঘটনা তো অপ্রকাশিতই রয়ে গেলো !! User Picture Md.Rafiqul Islam২০১৪-০১-০৩ ০৩:৫৭ via computer ১ ০ "যদি এ ভুলগুলো বাবা-মা ক্ষমা করে দেন, তাহলে ভাবব সবাই আমাকে ক্ষমা করেছেন।" মা-বাবার নয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মা-বাবাদের সন্তানদের প্রতি ভালবাসার দুর্বলতা আছে তাই তাঁরা ক্ষমা করে দিতে-ই পারেন। আল্লালহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া-ই বুদ্ধিমানের কাজ। User Picture Kader Babu২০১৪-০১-০৩ ০৯:০৬ via computer ০ ০ অপরাধী হওয়ার সে যোগ্য যে অপরাধী হওয়ার জন্য নিজেকে সুযোগ দেয়।ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। User Picture জাকির হোসেন - অন্যদৃষ্টি২০১৪-০১-০৩ ০৯:১২ via computer ০ ০ প্রভা এমন কি অপরাধ করেছে যে, ক্ষমা চাইতে হবে? প্রফেশানালিজম থাকতে হয়। এটা তারই একটা অংশ আর যদি সত্যিই উপলব্ধি হয় যে, ভুল হয়েছে তবে গঙ্গা স্নান করো, হ্জজ ব্রত পালন করো। পুনরায় একই কাজ করো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন