শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪


‘শাসক দলই সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে’ 11 Jan, 2014
দশম জাতীয় সংসদ নির্বাচনে যেসব আওয়ামী প্রার্থী পরাজিত হয়েছেন তারাই সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আব্দুর রব বলেন, ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে তীব্র জনমতকে ভিন্ন দিকে ঘুড়িয়ে দেওয়ার জন্য সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন শাসক দলের মাস্টারমাইন্ডরা। সাম্প্রদায়িক শক্তি যখন সংখ্যালঘুদের ওপর হামলা করে সরকার তখন নিরব থাকে। মানুষ ভোট দেয় সরকার গঠন করে তার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু সরকার সে অধিকার দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পূর্ববর্তী সংসদ ভেঙে না দিয়ে এভাবে পরবর্তী সংসদ গঠন করা ইতিহাসে এটাই প্রথম। এ ধরনের ঘটনা এর আগে কোনো দেশে ঘটেনি। বর্তমানে আমাদের দেশের অবস্থা এই যে একই এলাকায় দুই জন সংসদ সদস্য অবস্থান করছেন। পাড়া, মহল্লা, গ্রাম, জেলা যেখানেই সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে সেখানেই প্রতিরোধ কমিটি গঠনেরও আহবান জানান তিনি। এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদকে নিয়ে আজও জটিলতা চলছে। এরশাদ সরকারি দলে থাকবেন নাকি বিরোধীদলে থাকবেন তা নিয়ে সংশয় রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল: ক্ষতিগ্রস্থদের পূবর্ণাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, বিচার বিভাগীয় তদন্ত কমিটির সাথে নাগরিক তদন্ত কমিটি গঠন করে দোষিদের শাস্তি প্রদান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষিদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিহার হিসেবে ব্যবহারে অভ্যস্থ উপনিবেশিক ধাচের রাজনীতির ধারক-বাহক দলসমূহের চেয়ে বিকল্প হিসেবে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি আলী গোফরান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুলতান রহমান, আইন বিষয়ক সম্পাদক কে এম জাবির প্রমুখ। উৎসঃ প্রাইমনিউজ Share on facebook Share on email Share on print 4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন