শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪


জানুয়ারিতেই ৫৬৮ জন হত্যাকান্ডের শিকারঃ মানবাধিকার কমিশনের রিপোর্ট
31 Jan, 2014 চলতি জানুয়ারি মাসে সারা দেশে মোট ৫৬৮টি হত্যাকা ৈসংঘটিত হয়েছে। প্রতিদিন গড়ে ১৮ জনের বেশি হত্যাকাÐের শিকার হয়েছেন। পুরো মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ২৯ জন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন ২৩ জন। এছাড়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন ৬৫ ব্যক্তি। মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’র এক অনুসন্ধানী রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়, এ ধরনের অব্যাহত হত্যাকা ৈঅবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বলে বর্ণনা করা যায়। বৃহস্পতিবার কমিশনের পরিচালক অ্যাডভোকেট এ কে আজাদ এ সংক্রান্তô সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে বলা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে পাঠানো তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশনের ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান কার্য সম্পন্ন করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসে ধর্ষণের কারণে হত্যার শিকার হয়েছেন ২ জন, যৌন নির্যাতনে হত্যার শিকার হয়েছেন ১ জন, যৌতুকের কারণে ৩ জন, পারিবারিক সহিংসতায় ৫১ জন, সামাজিক সহিংসতায় ১২৫ জন, সাম্প্রদায়িক সহিংসতায় ১ জন, রাজনৈতিক কারণে ২৯ জন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ২৩ জন, চিকিৎসকের অবহেলায় ৩ জন, অপহরণের পর ১৩ জন, গুপ্ত হত্যায় ৬৫ জন ও রহস্যজনক মৃতুø হয়েছে ৩৬ জনের। এছাড়া পরিবহণ দুর্ঘটনায় ১৯৫ জন নিহত হয়েছেন এবং আত্মহত্যা করেছেন ২১ জন। এ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮টি। এনডি Share on facebook Share on email Share on print 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন