নৈতিক শিক্ষার নামে ধর্মীয় রাজনীতিতে আকৃষ্ট করা হচ্ছে
28 Jan, 2014
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদেরকে একটি গোষ্ঠী নৈতিকতা শিক্ষার নামে ধর্মীয় রাজনীতিতে আকৃষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মেনন বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক ও ধর্ম নীরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্যই মহান মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের এ বাংলায় ধর্মীয় কোনো উগ্রপন্থিদেরকে স্থান দেয়া যায় না।’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, একটি ধর্মীয় উগ্রগোষ্ঠী দেশের বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীদেরকে নৈতিকতার নামে ধর্মীয় রাজনীতির দিকে আকৃষ্ট করছে।’
শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়েছে। ফলে শিক্ষার্থীরা বছরের প্রথম দিন থেকেই শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছে।’
বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যে সুযোগ করে দিয়েছে সে সুযোগ কাজে লাগানোর জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরে মন্ত্রী শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয়ের কার্যকরি পরিষদের সভাপতি মো. ইউসূফ চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা-৪ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আতিকুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
উৎসঃ বাংলামেইল২৪
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন