ভারতে আরেক বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
15 Jan, 2014
ভারতে সুপ্রিম কোর্টের আরেকজন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন একজন নারী শিক্ষানবিশ। এই মামলায় প্রথম দিকে সুপ্রিম কোর্ট মুখ ঘুরিয়ে নিলেও, শেষে শুনানিতে রাজি হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একজন নারী শিক্ষানবিশকে যৌন হয়রানি করার অভিযোগের জের কাটতে না কাটতে ফের শীর্ষ আদালতের আরেকজন প্রাক্তন বিচারপতি এবং জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের প্রধান স্বতন্দ্র কুমারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনলেন তাঁর অধীনস্থ একজন নারী শিক্ষানবিশ বা ইন্টার্ন।
শীর্ষ আদালতের কাছে পেশ করা তাঁর হলফনামায় ভুক্তভোগী নারী ঐ বিচারকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, অশোক গঙ্গোপাধ্যায় মামলায় সুপ্রিম কোর্টের ‘ফুল বেঞ্চ' সিদ্ধান্ত নিয়েছিল যে, প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আর গ্রহণ করবে না কোর্ট। ঐ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেই নারী ইন্টার্ন জানান, সেই ঘটনার সময় অভিযুক্ত বিচারপতি ঐ পদে ছিলেন। তাই এই ধরনের মামলার তদন্ত করার উপযুক্ত ‘মেকানিজম' গঠনের জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানান তিনি।
নারী শিক্ষানবিশের অভিযোগ এবং তদন্তের আবেদন সমর্থন করেন অতিরিক্ত সলিসিটর জেনারেলসহ শীর্ষ স্থানীয় আইনজীবীরা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্ত মামলার শুনানিতে রাজি হন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘটনায় তিন সদস্যের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তদন্ত মামলার ইস্যু রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছায়। ঘরে বাইরের চাপের মুখে নিজের মান বাঁচাতে তিনি স্বেচ্ছায় পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ইস্তফা দিতে বাধ্য হন।
বিচারপতি স্বতন্দ্র কুমারের বিরুদ্ধে কী ধরনের যৌন হয়রানির অভিযোগ আনা হয়? নারী ইন্টার্নের অভিযোগ, বিচারপতি স্বতন্দ্র কুমারের অধীনে জুনিয়ার আইনজীবী হিসেবে কাজ করার সময় একবার তিনি তাঁর নিতম্বে হাত রাখেন আর তাঁর কোমর জড়িয়ে কাঁধে চুমু খান। এমনকি কাজের অছিলায় বাইরে গিয়ে একই হোটেলে থাকতে রাজি আছেন কিনা তারও প্রস্তাব দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার সঙ্গে এর মৌলিক পার্থক্য যৌন হয়রানির ঘটনার সময় একজন ছিলেন অবসরপ্রাপ্ত, অন্যজন ছিলেন স্বপদে বহাল। বিচারপতি স্বতন্দ্র কুমার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা তাঁর বিরুদ্ধে একটা চক্রান্ত।
উৎসঃ শীর্ষ নিউজ
Share on facebook Share on email Share on print 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন