শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪


রুশ সমর্থন হাসিনা সরকারের পক্ষে 11 Jan, 2014
ভারতের পর এবার বাংলাদেশের নতুন শেখ হাসিনা সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার মতো পশ্চিমা দেশগুলো যখন বাংলাদেশের গত ৫ জানুয়ারির নির্বাচনের ঘোর বিরোধীতা করে তীব্র সমালোচনায় ব্যস্ত তখন রাশিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি এই সমর্থন ঘোষণা করলো। গত ৯ জানুয়ারি প্রকাশিত এক খবরে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইতার তাস জানায়, রুশ সরকার নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রস্তুত। রাশিয়া আশা করে বাংলাদেশে সংবিধানের মধ্যে থেকেই সরকার ও বিরোধী দল দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। অন্যদিকে গত ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের জন্য দেশটি বিরোধী দল বিএনপির তীব্র সমালোচনা করেছে। উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও রাশিয়া পাক-মার্কিন বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। স্বাধীনতা লাভের দীর্ঘ ৪৩ বছর পর রাজনৈতিক বিরোধে দেশ যখন ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে তখন আবার রাশিয়া তাদের নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করলো। অবশ্য এরইমধ্যে আওয়ামী লীগ সরকার তাদের দ্বিতীয় মেয়াদে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান ও সমরাস্ত্র কেনার জন্য মোট ১৫০ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে। যা রাশিয়াকে আওয়ামী লীগের এই জরুরি সময়ে পাশে থাকতে উদ্বুদ্ধ করেছে বলে মনে করছেন অনেকে। উৎসঃ বাংলামেইল২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন