সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪


ধনিরাই বিশ্বের গণতন্ত্রের জন্য হুমকি
21 Jan, 2014 গণতন্ত্র নিয়ে যখন সারা বিশ্বে এতো হইচই তখন এই গণতন্ত্রের জন্য মূল হুমকি হিসেবে বিশ্বের ধনিদেরই চিহ্নিত করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। চ্যারেটি এই সংগঠনটি বলছে, বিশ্বের অর্ধেক জনসংখ্যার সম্পদের মালিক পৃথিবীর মাত্র ৮৫ জন ধনি ব্যক্তি। পৃথিবীর এসব ক্ষমতাধর ধনি ব্যক্তিরা নিজেদের স্বার্থে আইনকে ব্যবহার করে গণতন্ত্রকে পতনের দিকে ঠেলে দিচ্ছে এবং তৈরি করছে অসমতাময় সমাজ। সোমবার সুইজারল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে এক বৈঠকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এই তথ্য দিয়েছেন। আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে উন্নয়ন সংস্থা অক্সফাম জানায়, পৃথিবীর মোট ৮৫ জন ধনি ব্যক্তি বিশ্বের অর্ধেক জনসংখ্যার সম্পদের মালিক হওয়ায় বৈষম্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই ধনি ও গরিবের অর্থনৈতিক বৈষম্য নিয়ে সংস্থাটি একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে। ‘ওয়ার্কিং ফর দ্য ফিউ’ শীর্ষক ওই রিপোর্ট বিষয়ে বলতে গিয়ে অক্সফামের প্রধান নির্বাহী উইনি বাইয়ানিমা বলেন, ‘একটি দোতলা বাসে খুব সহজে ধরবে এমনসংখ্যক মানুষের সম্পদের পরিমাণ পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক। অর্থাৎ বিশ্বের দরিদ্রতম প্রায় ৩৫০ কোটি মানুষের সম্পদের সমান। যা একবিংশ শতাব্দীর এক বিস্ময়। এই সম্পদ ও ক্ষমতা যখন মাত্র কয়েকজন মানুষের হাতে বন্দী হয়ে যাচ্ছে তখন আমরা এমন এক সময়ের দিকে যাচ্ছি, যেখানে সামাজিক সাম্য একটি স্বপ্নের মতো মনে হবে।’ অক্সফামের ওই রিপোর্টে বলা হয়েছে যে, সমাজে বৈষম্য বৃদ্ধির ক্ষতিকর প্রভাব হলো, ধনিরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং বাকিদের ব্যায় তাদের স্বার্থে ব্যবহারের জন্য বিভিন্ন পলিসি তৈরি করছে। তৃতীয় বিশ্বেতো বটেই এমনকি যুক্তরাষ্ট্র, চীন, জার্মানির মতো ধনি দেশগুলোর মানুষও এই অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। অক্সফাম জানায়, বিশ্বের ৮৫ জন ধনি মানুষের কাছে মোট ১ দশমিক ৭০ ট্রিলিয়ন মার্কিন ডলার রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক মেক্সিকোর টেলিফোন ব্যবসায়ী কার্লোস স্লিম হেলুর। তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। ঠিক তার পরেই আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ মোট ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। উৎসঃ বাংলামেইল২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন