মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪


ভিডিও >> কোনো মধ্যবর্তী নির্বাচন নয়
28 Jan, 2014 দেশে আর কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা জানান। কামরুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ বলেন, ‘নির্বাচনের আগে অনেকেই মনে করেছিলেন এই সরকার বেশিদিন টিকবে না, আর্ন্তজাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না। কিন্তু দেখেছেন নির্বাচনের পর আর্ন্তজাতিক সম্প্রদায় সরকারকে সমর্থন দিচ্ছে।’ তিনি বলেন, ‘সরকারের প্রত্যেকটি সদস্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এই পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হতে পারবো।’ খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন চুপ করে বসে আছে, কিন্তু মনে করবেন না এটাই ওদের আসল পথ। ওদের মূল পথ সন্ত্রাসের পথ, সঙ্ঘাতের পথ।’ তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে উপজেলা নির্বাচনের ট্রেনে উঠে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করছে।’ তিনি বলেন, ‘বিএনপি আইএসআইয়ের ফর্মূলা অনুযায়ী নতুন করে ষড়যন্ত্রের ছক আঁকছে। তারা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে আবারো সন্ত্রাসী চেহারায় ফিরে আসবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, হাজী মো. সেলিম এমপি, ইলিয়াসউদ্দিন মোল্লাহ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, শাহে আলম মুরাদ প্রমুখ। উৎসঃ বাংলামেইল২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন