বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪


Wed, 22 Jan, 2014 05:09:50 PM লিভ টুগেদার করছেন রানী-আদিত্য নতুন বার্তা ডেস্ক
মুম্বাই: চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রেমিক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের তারিখ পাকা হয়ে আছে বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর। তবে বিয়ের অনেক আগ থেকেই লিভ টুগেদার করছেন বলিউডের এই প্রেমিক জুটি। সম্প্রতি কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে রানী-আদিত্যের লিভ টুগেদার করার এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েকমাস ধরেই প্রেমিক আদিত্য চোপড়ার সঙ্গে ‘লিভ টুগেদার’ করছেন রানী। সূত্র জানায়, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের নির্বাহী আদিত্য অনেক আগ থেকেই মুম্বাইয়ের জুহুতে অবস্থিত রানীর অ্যাপার্টম্যান্টে থাকছেন। কারণ প্রেমিকাকে কিছুতেই কাছ ছাড়া করতে রাজি নন আদিত্য। সূত্র: ওয়ান ইন্ডিয়া। নতুন বার্তা/এফএ/এইচকেএ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন