বিলবোর্ডেও অর্ধনগ্ন প্রিয়াংকা চোপড়া
January 30, 2014 | Filed under: সংস্কৃতি-বিনোদন | Posted by: নিউজ ডেস্ক/এনইউ
প্রিয়াঙ্কা চোপরা
প্রিয়াঙ্কা চোপরা
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
এবার প্রিয়াংকা চোপড়াকে দেখা যাবে অর্ধনগ্ন অবস্থায়। তবে কোন সিনেমায় নয়, বিলবোর্ডে।
চলচ্চিত্রের পাশাপাশি বড় বড় ব্র্যান্ডের মডেল হিসেবে প্রিয়াংকা নিয়মিত কাজ করে আসছেন। প্রিয়াংকা তার ক্যারিয়ারের শুরু থেকেই বিজ্ঞাপনে কাজ করছেন। বর্তমানে বিভিন্ন চ্যানেলে তার একাধিক বিজ্ঞাপনের প্রচার চলছে।
প্রথমবারের মত প্রিয়াংকা অন্তর্বাস সামগ্রীর ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন। এক সাক্ষাৎকারে একথা প্রিয়াংকা নিজেই জানিয়েছেন।
এরই মধ্যে তিনি অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক অন্তর্বাস সামগ্রীর ফটোসেশনে। বিভিন্ন অন্তর্বাস পরে খোলামেলা হয়ে তিনি ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন।
এই অন্তর্বাস ব্র্যান্ডটির লঞ্চিংয়ের দিন থেকে ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানের বিলবোর্ডে প্রিয়াংকার এই খোলামেলা ছবিগুলো ঠাঁই পাবে। দর্শক তাকে দেখতে পাবে অর্ধনগ্ন অবস্থায়।
এ প্রসঙ্গে প্রিয়াংকা জানান, আন্তর্জাতিক মানের এই অন্তর্বাস ব্র্যান্ডটির মডেল হতে পেরে বেশ ভাল লাগছে। এদিকে জানা গেছে, এ ব্র্যান্ডটির লঞ্চিংয়ের দিন একটি নাইটি পরে মঞ্চে ক্যাটওয়াক করবেন প্রিয়াংকা চোপড়া ।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/৩০ জানুয়ারি, ২০১৪/১০:৫২/এনইউ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন