ইসলামের সাথে বৈরিতা করে কেউ রেহাই পায়নি
28 Jan, 2014
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইপীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের সাথে বৈরিতা করে ইতিহাসে কেউ রেহাই পায়নি বর্তমানে কেউ পাবে না। বর্তমান তাগুতি শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণে উলামায়ে কেরামরা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর উলামায়ে কেরাম যখন তাগুতের সহযোগি হয়ে যায় তখন ইসলামদ্রোহী শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে ঝেঁকে বসে।
সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লার মেঘনা উপজেলা শাখার উদ্যোগে মেঘনার মাইনকারচরে এক মিলনায়তনে অনুষ্ঠিত উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামের ধারক-বাহকরা যখন অভিশপ্ত নারী নেতৃত্ব মেনে নেন, তখন আল্লাহর গজব আসাই স্বাভাবিক। ইসলামকে আজ জঙ্গি প্রমাণে মরিয়া একটি গোষ্ঠী। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। এখনও উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হলে এবং ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে আসতে না পারলে অদূর ভবিষ্যতে ইসলাম নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার লক্ষ্যে এবং গণমানুষের অধিকার আদায়ে আরো একটি সংগ্রামে উলামায়ে কেরামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি বৈপ্লবিক পরিবর্তন ছাড়া এদেশের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তনের এই বিপ্লবের সূচনা করতে না পারলে জাতিকে আরো চরম খেসারত দিতে হতে পারে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজী এম. রফিকুল ইসলাম, কফিল উদ্দিন, মোবারক হোসেন, মুফতী মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, ডা. আবদুল জলিল, মাওলানা মু. ইসহাক ও মাওলানা হাফেজ আলআমিন প্রমুখ।
উৎসঃ primenewsbd
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন