পুলিশি শর্তে একক সমাবেশ বিএনপির
21 Jan, 2014
শেষ মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প থেকে শর্ত প্রদান ও কড়াকড়ি আরোপের ফলে বিএনপির সমাবেশে জামায়াতে ইসলামীকে আনুষ্ঠানিকভাবে শরিক করতে পারেনি দলটি। গত ১৫ জানুয়ারি রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীতে ১৮ দলের প থেকে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু আগের দিন সন্ধ্যায় ১২ শর্ত জুড়ে দিয়ে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। তারা সমাবেশ অনুষ্ঠানের েেত্র এককভাবে বিএনপিকে আয়োজন করতে বলে। অনানুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীকে সমাবেশের বাইরে রাখার কথাও জানিয়ে দেয়। আয়োজকেরা বিষয়টি নিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েন। জামায়াতের প থেকেও সমাবেশে যোগদানের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়। কিন্তু পুলিশের চাপাচাপিতে একপর্যায়ে বিএনপির প থেকে জামায়াতকে সমাবেশে অংশ না নেয়ার পরামর্শ দেয়া হয়।
এর পরিপ্রেেিত ১৮ দলের শরিক জামায়াতের কোনো নেতাকর্মী গতকালের সমাবেশে অংশগ্রহণ করেননি। বিএনপি অবশ্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য জানায়নি। তবে দলটির একজন সিনিয়র নেতা জানিয়েছেন, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উৎসঃ নয়া দিগন্ত
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন