রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪


নিজের ‘অজ্ঞাতে’ মা হলেন সন্ন্যাসিনী নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-01-18 22:47:09.0 BdST Updated: 2014-01-19 14:37:08.0 BdST ইতালিতে এক সন্ন্যাসিনীর (নান) ছেলে হয়েছে। সন্তান প্রসবের আগে গর্ভধারণের বিষয় জানা ছিল না বলে দাবি করেছেন তিনি। Print Friendly and PDF 0 4 7805 শনিবার বিবিসি জানায়, ইতালির রিয়াতি শহরের একটি হাসপাতালে ছেলে হয় স্থানীয় এক গির্জার ওই নানের। এল সালভাদরের ৩১ বছরের ওই নারী বর্তমান পোপের নামেই তার ছেলের নাম রেখেছেন ফ্রান্সিস। বুধবার পেটে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদ সংস্থা এএনএসএকে তিনি বলেন, “আমি যে গর্ভবতী হয়েছিলাম তা আমি বুঝতে পারিনি। আমি শুধু পেটে ব্যথা অনুভব করছিলাম।” অসুস্থ হওয়ার পর বুধবার তিনি নিজেই অ্যাম্বুলেন্স ডেকে পাঠান। এর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের গর্ভে থাকা সন্তানের দেখা পান তিনি। ঘটনার পর রিয়াতি শহরের মেয়র সিমন পেট্রানজেলি বিষয়টি নিয়ে তৎপর হয়েছেন। তিনি সদ্য মা হওয়া ওই নারীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবাইকে অনুরোধ করেছেন। সন্ন্যাসিনীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা মানুষজন নবাগত শিশু ও তার মায়ের জন্য কাপড়চোপড় ও অর্থ সংগ্রহ করা শুরু করে দেন। ওই সন্ন্যাসিনী রিয়েতের কাছে একটি খ্রিস্টসংঘের সদস্য, যারা একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করেন। তার ছেলে হওয়ার খবরে সংঘের প্রধান সন্ন্যাসী রীতিমতো হতভম্ব হয়েছেন। ওই অঞ্চলের দায়িত্বে থাকা যাজক সাংবাদিকদের বলেন, সদ্য মা হওয়া ওই নান নিজেই সন্তানের লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের গর্ভধারণের বিষয়ে অবগত না থাকার যে দাবি ওই নান করেছেন তা সাজানো কিংবা মনগড়া নয় বলেও বিশ্বাস ওই যাজকের। বিশ্বের আরো খবর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন