প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ইনুর গোপন আলাপচারিতা ফাঁস (ভিডিও)
স্টাফ রিপোর্টার বিভাগ: বিশেষ সংবাদ 20 hours, 1 minute ago.
শেয়ার করুন: Tweet [Pin It]
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোমবারের দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বঙ্গভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তথ্যমন্ত্রী হাসানুন হক ইনুর অনানুষ্ঠানিক কথা বার্তা ধরা পড়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের মাইক্রোফোনে!
New Folder
প্রধানমন্ত্রী তখনও সংবাদ সম্মেলন শুরু করেননি কিন্তু এর আগেই প্রধানমন্ত্রীর টেবিলে থাকা বিভিন্ন চ্যানেলের মাইক্রফোন সমূহ চালু ছিল, এতে ঐ সময়ে প্রধানমন্ত্রীর সাথে থাকা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনানুষ্ঠানিক আলাপ সরাসরি এনটিভির মাইক্রোফোনে চলে আসে।
প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী নিজেদের মাঝে আলাপ চারিতার সময়ে টিভি চ্যানেল সমূহের মাইক যে চালু ছিল এই বিষয়ে তাদের আলাপেই জানা যায় তাঁরা জানতেন এসব রেকর্ড হচ্ছে তার পরেও তাঁরা সরকারের আভ্যন্তরীণ বিভিন্ন মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যান।
সংবাদ সম্মেলন শুরুর আগে হাসানুল হক ইনু বলেন, মেডাম আপনার সাথে অন্য কিছু বিষয় নিয়ে জরুরী আলাপ করতে চাচ্ছি, এসময় প্রধানমন্ত্রী বলেন সব রেকর্ড হচ্ছে, ইনু বলেন, মানে আমি নির্বাচনে জাল ভোট বিষয়ে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি।
এসময় তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জাল ভোটের বিষয়ে প্রশ্ন এলে তা এড়িয়ে যেতে বলেন, তিনি বর্ণনা করে বলেন, আমাদের সরকার ক্ষমতায় আমরা যদি চাইতান তবে একটা দুইটা ভোট জাল না করে সকল কেন্দ্রে ৭০ শতাংশ ভোট দেখতে পারতাম কিন্তু আমরা তা করিনি, আর প্রার্থী তো এমনিতেই জিতে আসছে তবে কেন জাল ভোট হবে!
প্রধানমন্ত্রী এসময় ইনুকে বলেন, “জাসদের কাছ থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রের কথা শুনতে হবে?
ইনু বলেন মেডাম লাইভ হচ্ছে! শেখ হাসিনা এসময় হাসতে হাসতে বলেন, হ্যাঁ আমি জানি এই জন্যই তো বললাম, “জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে..হা হা হা…।
http://www.youtube.com/watch?v=Iv8kxLfX1sI
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন