ভিডিও >> ধুমপায়ি মন্ত্রীর ৫ লাইনে ৬ ভুল !
28 Jan, 2014
গতকাল প্রকাশ্যে ছাত্র অভিভাবকদের সামনে ধুমপান করে সারাদেশ এবং স্যোশাল মিডিয়ায় তুঙ্গে এখন সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী। এনিয়ে গতকাল কোনো উচ্চবাচ্য না করলেও আজকে তিনি ক্ষমা চেয়ে তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। কিন্তু স্ট্যাটাসটি পড়লে অনেকে মুখ টিপে হেসে বলবে ইহা কি কোনো মন্ত্রীর লেখা নাকি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী পড়ুয়া কোনো ছাত্রের লেখা! মাত্র সাড়ে ৫ লাইন লিখতে গিয়ে তিনি বানান ভুল করেছেন ৬টি। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় বেশ মুখরোচক আলোচনা চলছে।
Share on facebook Share on email Share on print 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন