Wed, 01 Jan, 2014 11:59:16 AM
এক কোটি রুপির জন্য
নগ্ন পুনম পান্ডে!
নতুন বার্তা ডেস্ক
মুম্বাই: নতুন বছর উদযাপন উপলক্ষে ভারতের ব্যঙ্গালুরুতে আয়োজন করা হয়েছে লাইভ কনসার্টের। আর তাতে নগ্ন হয়ে নাচবেন পুনম পান্ডে। আর নিজের নগ্নতার বিনিময়ে এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলিউডের বিতর্কিত এ মডেল-অভিনেত্রী। এটাই পুনমের প্রথম লাইভ কনসার্ট।
সম্প্রতি কানাড়া ভাষার ‘লাভ ইজ পয়জন’ ছবির টাইটেল গানে নাচেন পুনম। এই গানটির তালে তালে ব্যাঙ্গালুরুর ওই লাইভ কনসার্টে নগ্ন হয়ে নাচতে দেখা যাবে পুনমকে।
কনসার্টটিতে পারফর্ম প্রসঙ্গে পুনম বলেন, “আমি দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মুখিয়ে আছি। আশা করছি কনসার্টটির মাধ্যমে আমি দর্শকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অনেক বেশি হবে সাড়া পাবো।”
বর্তমানে গানটির অনুশীলন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পুনম। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘লাভ ইজ পয়জন’ ছবিটি। সম্প্রতি ছবির মূল নায়ক রাজেশের রহস্যজনক মৃত্যু হয়। এজন্য আলোচনার শীর্ষে আছে ছবিটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নতুন বার্তা/এফএ/এমএমএ/জবা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন