রকাশ : ২৭ জানুয়ারি, ২০১৪ ১৬:১২:৩১আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৪ ১৬:৪৩:৫২ অঅ-অ+
printer
দিল্লিতে চলন্ত গাড়িতে ধর্ষণ করল বন্ধু
রোববার সন্ধ্যায় পূর্ব দিল্লিতে চলন্ত একটি গাড়িতে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছে তার বন্ধু।
অনলাইন ডেস্ক
ভারতের দিল্লিতে আবারও চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে।দিল্লিতে চলন্ত গাড়িতে ধর্ষণ করল বন্ধু
সোমবার এক প্রতিবেদনে ভারতের গণমাধ্যম জি নিউজ জানায়, রোববার সন্ধ্যায় পূর্ব দিল্লিতে চলন্ত একটি গাড়িতে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছে তার বন্ধু।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় পূর্ব দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনালের কাছে রাস্তার ধারে ওই নারীকে কাঁদতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওই নারী পুলিশকে জানিয়েছেন, একটি গাড়িতে তার বন্ধু তাকে ধর্ষণ করেছে। এসময় ধর্ষকের দুই বন্ধু সেখানে উপস্থিত ছিল। এ সময় বাধা দিলে তিনজনই তাকে মারধর করে।
ধর্ষণের পর তাকে গাড়ি থেকে নামিয়ে তারা পালিয়ে যায় তারা বলেও জানান ওই নারী।
এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ধর্ষিতার শারীরিক পরীক্ষাও সম্পন্ন করেছে তারা। পরীক্ষায় মিলেছে ধর্ষণের প্রমাণ।
পুলিশ জানিয়েছে, লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ওই নারীকে ঘটনাস্থলে নিয়ে যায় তার বন্ধু।
তবে অভিযুক্তদের এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন