শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩


জামায়াত, হেফাজতকে দেখামাত্র গুলির নির্দেশ দিন, সরকারকে শাহরিয়ার ১৩ ডিসেম্বর, ২০১৩ no comments 1001 বার পঠিত priyodesh.net shahriar kabir জামায়াত, শিবির আর হেফাজতের নেতাকর্মীদেরকে রাস্তায় দেখামাত্র গুলি করতে পুলিশকে নির্দেশ দেয়ার জন্য সাংবাদিক শাহরিয়ার কবির সরকারের কাছে দাবি জানিয়েছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলনের নেতা শাহরিয়ার কবির বলেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি একাত্তর সালে পরাজয়ের প্রতিশোধ নিতে যুদ্ধে নেমেছে। তাদের যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করতে হবে। জামায়াত, শিবির, হেফাজতকে মাঠে দেখামাত্র পুলিশকে গুলি করার নির্দেশ দিতে সরকারের প্রতি আমি দাবি জানাচ্ছি।’ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর আজ শুক্রবার রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের অর্জন, দেশ রক্ষা করতে হলে জামায়াত, শিবির, হেফাজতকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। গণজাগরণ মঞ্চের উদ্যোগে সমাবেশের আয়োজন হয়। সমাবেশে নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বাঙালিরা পরাজয় মানেন না। সব যুদ্ধাপরাধীর শাস্তির মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। বিজয় আমাদের নিশ্চিত।’ শহীদজায়া শ্যামলি নাসরিন চৌধুরি বলেন, ‘১৯৭২ সাল থেকে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আসছি। জাহানারা ইমাম সেই দাবিকে গণদাবিতে পরিণত করেন। আর গণজাগরণ মঞ্চ তরুণ প্রজন্মকে নিয়ে দাবি আদায়ের কাজ করেছেন। আমাদের দাবি অনুযায়ী বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছিলেন। আর জিয়া এসে তাদের মুক্ত করে দেন। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্মের আন্দোলন অব্যাহত রাখবে।’ মানবাধিকার নেত্রী খুশি কবির বলেন, ‘আমরা একাত্তর সাল ভুলিনি। ইতিহাস ভোলা যায় না। এই প্রজন্ম তা আবারও প্রমাণ করেছে। জাগরণ মঞ্চ কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে যেভাবে পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছে, তা আমাদের বড় অর্জন। মাঝখানে বিভিন্ন নামে পরাজিত শক্তি দেশ শাসন করেছিল বলে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হয়েছিল।’ উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে শুরু হয় গণজাগরণ মঞ্চের বিজয় সমাবেশ। আলোচনার শেষের দিকে গত ১০ মাসে গণজাগরণ মঞ্চের নিহত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্রলীগ (বাসদ) সভাপতি শামসুল ইসলাম সুমন, ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি ইসহাক খান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট্রের সভাপতি ইমরান হাবিব রুমন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। Share on Facebook সবশেষ দশ সংবাদ # নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িতে হামলা # ঢাকায় সরকারের আত্মসমর্পণ মঞ্চ তৈরি করবে বিরোধী জোট # প্রধানমন্ত্রী, এরশাদের সাজানো নাটক হলেও এটি নিন্দনীয়: বি. চৌধুরি # যুক্তরাষ্ট্রের কাছে জামায়াত জঙ্গিবাদি নয়: আনন্দবাজার পত্রিকা # দরজা বন্ধ করে রওশনের বাসায় জাপার নেতাদের বৈঠক # টুকুর বাড়িতে পেট্রোলবোমা # সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে: আশরাফ # সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করছে : মোশাররফ # তসলিমা নাসরিনের উপন্যাস নিয়ে মেগা সিরিয়াল # জুরাইনে আওয়ামী লীগের ইউনিট কার্যালয়ে আগুন বেশি পড়া হয়েছে # ডা. ইমরানকে বিদেশে যেতে বিমানবন্দরে বাধা # অনুপকে ভারতে পাঠালে সরকারকে সমর্থন! # তারেকের রায়ে বিএনপি, জামায়াতের সন্দেহ! # বিএনপির কার্যালয় থেকে গোয়েন্দাদের গুজব! # লন্ডনে জয়, তারেকের বৈঠক! # অলিকে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা! # রাষ্ট্রপতি বিএনপির আস্থাভাজন: ড. কামাল # সমকামিদের অধিকার, বিবিসির প্রতিবেদনে তরুণদের প্রতিক্রিয়া # তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত # আর্মিতে প্রধানমন্ত্রীর অবস্থান সুদৃঢ় ফেসবুকে প্রিয় দেশ News * oath-cabinet-polls priyodesh.net Eight new ministers take oath * priyodesh.net pic ershad1 Ershad quits grand alliance আমার মত এইচ এম এরশাদকে সরকার আটক করেছে নির্বাচনে অংশ নিতে বাধ্য করতে, দাবি জাপার কয়েক নেতার। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, না, মত নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন