শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


দেশ ও ইমান রক্ষায় শফীর খোলা চিঠি প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০১৩ ২২:৩৩:২৮
খোলা চিঠিতে আহমদ শফী বলেছেন, ইসলামের এই চরম দুঃসময়ে কারোই চুপ করে বসে থাকার সুযোগ নেই। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি দেশ ও ইমান রক্ষায় শফীর খোলা চিঠি আহমদ শফী। ফাইল ছবি হেফাজতে ইসলামের আমির আহমদ শফী দেশ, জাতি ও ইমান রক্ষার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেন, "একদিকে রাজনীতিবিদদের একগুঁয়েমি, জেদ, রেষারেষি, প্রতিহিংসাপরায়ণ মনোভাবের কারণে দেশ ধবংসের দ্বারপ্রান্তে, অন্যদিকে ইসলাম বিদ্বেষী শক্তির সুপরিকল্পিত চক্রান্তের কবলে পড়ে দেশের অধিকাংশ মানুষের ঈমান-আক্বীদা শুধু আক্রান্তই নয়, দেশকে ইসলামশূন্য করার নানা ষড়যন্ত্রমূলক পদক্ষেপ একের পর এক বাস্তবায়ন চলছে। দেশ, জাতি ও ইসলামের এই চরম দুঃসময়ে আলেম-ওলামা থেকে শুরু করে কারোই চুপ করে বসে থাকার সুযোগ নেই। এই অবস্থায় দেশপ্রেমিক ঈমানদার জনতাসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ইসলাম বিদ্বেষী শক্তির অপতৎপরতা রোধ, সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের নীতি পুনঃস্থাপন, রাসূল (সা.) ও ইসলামের প্রতি কটূক্তিকারী নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির আইন পাসসহ হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে না পারলে এদেশে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে দাঁড়াবে।" তিনি আরও বলেন, "দেশে চরম অশান্তি ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। মানুষের জানমালের সামান্যতম নিরাপত্তা নেই। রাস্তায় বের হয়ে মানুষ লাশ হয়ে বাড়ি ফিরছে। রাজপথে বোমা, পেট্রোল বোমায় পুড়ছে মানুষ। নির্বিচারে গাড়ী ভাংচুর এবং জাতীয় সম্পদের ক্ষতি সাধন করা হচ্ছে। নাশকতা প্রতিরোধের নামে পুলিশ, র‌্যাব, বিজিবি নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ মারছে। ১০ দিনে ১০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার মতো ভয়াবহ নজিরবিহীন ঘটনা ঘটেছে।" হেফাজত আমীর বলেন, "যৌথবাহিনীর অভিযানের নামে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী প্রতিবাদি লোকদের গণহারে গ্রেফতার করেই ক্ষ্যান্ত হচ্ছে না; তাদের বাড়িঘরে পর্যন্ত ধবংসযজ্ঞ চালাচ্ছে। যৌথ বাহিনীর সঙ্গে সরকার দলীয় লোকজনও অংশ নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নি সংযোগ এমনকি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। মা-বোনদের ওপর পাশবিক নির্যাতনের অভিযোগও আসছে। দেশে সরকারি দল ছাড়া আর কেউ স্বাভাবিক কোন কর্মসূচি পালন করতে পারছে না। রাজনৈতিক কর্মসূচি পালনে বিরোধী পক্ষকে এমনকি হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপ্রিয় আলেম সমাজকে পর্যন্ত কোন কর্মসূচিই পালন করতে দেয়া হচ্ছে না। দেশের এই ভয়াবহ পরিস্থিতির জন্য মহাজোট সরকারই দায়ি। নির্বাচনকালীন সরকার নিয়েই দেশের এই সংকট। আওয়ামীলীগ সরকার জনমত উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন