শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩


রাজধানীর প্রবেশপথে যুবলীগের অবস্থানের ঘোষণা 27 Dec, 2013 বিএনপি নেতৃাত্বাধীন ১৮ দলের রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি প্রতিহত করতে ওই দিন সকাল ৯টার মধ্যে রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ পল্টুনসহ সব প্রবেশ পথে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। শুক্রবার বিকালে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংগঠনিটির পক্ষ থেকে জানানো হয়। ঢাকা মহানগর দক্ষিণের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফ উজ জামান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে বিএনপি নাশকতা ও বিশৃঙ্খলার যে কর্মসূচি দিয়েছে- তা প্রতিহত করতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সংগঠনের নেতাকর্মীদের রবিবার রাজধানীর সব প্রবেশ পথে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন। ওই দিন সকাল সাড়ে ৯টায় যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, গেন্ডারিয়া থানার সব ওয়ার্ডের নেতাকর্মীদের যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান নিতে বলা হয়েছে। সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ, চকবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, বংশাল, ওয়ারী থানার সব ওয়ার্ড নেতাকর্মীদের সদরঘাট টার্মিনালে এবং রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর, সবুজবাগ, মুগদা থানার অন্তর্গত সব ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের কমলাপুর রেল স্টেশনে উপস্থিত থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি প্রতিহত করার নির্দেশ দেয়া হয়েছে। উৎসঃ জাস্টনিউজবিডি Share on facebook Share on email Share on print 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন