শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


এক গুলির জবাবে ছাত্রলীগের ১০ গুলি: নাজমুল 28 Dec, 2013 ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ‘২৯ ডিসেম্বর বিএনপির আন্দোলনে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে বরাবরের ন্যয় এবারও ছাত্রলীগ মাঠে থাকবে। তারা যদি একটি গুলি করে, ছাত্রলীগ ১০টি গুলি করবে। এর প্রস্তুতি নিয়েই মাঠে থাকবে ছাত্রলীগ।’ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ ঢাকা মহানগরের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। নাজমুল আলম বলেন, ‘বিএনপি যে সাংঘর্ষিক আন্দোলনের ডাক দিয়েছে আমরা জানি সে আন্দোলনে বিএনপি নয় মাঠে থাকবে জামায়াত-শিবির। তাই তাদের সম্পূর্ণ প্রতিহত করা হবে।’ ছাত্রলীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, ‘বিএনপির কর্মসূচি কিভাবে প্রতিহত করতে হয় ছাত্রলীগ মাঠে থেকে তা বুঝিয়ে দেবে। প্রত্যেক এলাকায় পাহারা বসানো হবে।’ ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা বলেন, ‘রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলে দিতে দেব না। খালেদা জিয়াকে রাজাকারদের সঙ্গে পাকিস্তানে পাঠাতে ছাত্রলীগই যথেষ্ঠ। বিএনপি রোববার সমাবেশ কিভাবে করে তা দেখবে ছাত্রলীগ।’ এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের ঢাকা মাহগরীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসঃ প্রাইমনিউজবিডি Share on facebook Share on email Share on print 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন