শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


১০ তলা থেকে পড়েও জীবিত ২ বছরের শিশু! 29 Dec, 2013 টেবিল কিংবা বিছানা থেকে পড়ে গেলেই দুই বছরের শিশুর প্রাণ যায় যায় অবস্থা হয়, আর কিনা ১০ তলা থেকে পড়েই ২ বছরের ছোট্ট শিশু দিব্যি বেঁচে আছে! অবিশ্বাস্য এ ঘটনাটি ২০১১ সালে পূর্ব চীনে ঘটেছে। উও জুপিং নামের এক ভদ্রমহিলা নিউ ফানজাইয়ু নামের ২ বছরের ছোট্ট এক শিশুর জীবন বাঁচান। শিশুটি ১০ তলা ভবন থেকে পড়ে গিয়ে প্রথমে জানালার সঙ্গে আটকে থাকে। এ সময় শিশুটির দাদি ও পার্শ্ববর্তী বিল্ডিংয়ের প্রতিবেশী মই দিয়ে কোনোভাবে ফানজাইয়ুকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় তারা কোনোভাবেই কিছু করতে না পারলে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। ঘটনার এক পর্যায়ে রাস্তা দিয়ে তাড়াহুড়া করে পথ পার হওয়ার সময় সাত মাস আগে মা হওয়া জুপিং শিশুটিকে জানালা ছিঁড়ে পড়ে গেলে তাকে নিচ থেকে ধরে বাঁচাতে সমর্থ হন। ফানজাইয়ু মাথা ও নাকে সামান্য আঘাত পেলেও কোনো ধরনের বড় ক্ষতি হয়নি। ভালো এ কাজটির জন্য জুপিংকে পুরস্কৃত করেন শিশুটির মা। ৩০ হাজার ৯৬০ ডলার তো উপহার হিসেবে দিয়েছেনই, পাশাপাশি নিজের ব্লগে জুপিংকে ‘হিরোইন’ বলে উল্লেখ করে তার প্রশংসা করেন। উৎসঃ ইন্টারনেট Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন