শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


আদি মানুষের নতুন রহস্য 28 Dec, 2013 সাইবেরিয়ার একটি গুহা থেকে সভ্যতার শুরুর দিকের মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। ওই দেহাবশেষ বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, সম্ভবত হোমো ইরেকটাস নামে আরও একটি ‘রহস্যময় প্রজাতি’ ছিল। তারা ধারণা করছেন, হোমো ইরেকটাস এশিয়া ও ইউরোপে অন্তত ১০ লাখ বছর আগে ছিল। বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে গবেষকরা সাইবেরিয়ার ওই দেহাবশেষ এখন পর্যন্ত সবচেয়ে ‘পূর্ণাঙ্গ’ নিয়ান্ডারথাল ডিএনএ পেয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়েছে গবেষণা জার্নাল নেচারে। গবেষকরা বলেছেন, ওই সময়ে কাছাকাছি প্রজাতির মধ্যে অনেক সঙ্করায়ন হয়েছে বলে আমরা জানি এবং সম্ভবত আরও অসংখ্য সঙ্করায়নের খবর এখনও আমাদের অজানা। ওই গুহায় নিয়ান্ডারথালের অস্তিত্ব সম্পর্কে আগেই জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি আবিষ্কৃত একটি আঙ্গুলের হাড় এবং দাঁত পরীক্ষা করে জানা গেছে প্রায় ৪০ হাজার বছর আগে ওই গুহাতেই ভিন্ন একটি ‘মানব প্রজাতি’ বসবাস করত, যারা নিয়ান্ডারথাল ও আধুনিক মানুষ থেকে আলাদা। ওই গুহারই আরও গভীর স্তরে নিয়ান্ডারথালের পায়ের আঙ্গুলের হাড় পাওয়া গেছে, যা আরও ১০ থেকে ২০ হাজার বছর পুরনো। পাশাপাশি আধুনিক মানুষের হাড়গোরও মিলেছে ওই গুহায়। গবেষকরা বলছেন, ওই একই গুহায় ভিন্ন ভিন্ন সময়ে তিনটি ‘মানব প্রজাতি’ বসবাস করেছে। উৎসঃ বিডিনিউজ২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন