রাজশাহীতে বছরজুড়ে ৩৬ হত্যাসহ ৬শ নারী-শিশু নির্যাতনের শিকার
31 Dec, 2013
রাজশাহী অঞ্চলে বছরজুড়ে ৩৬ নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া আত্মহত্যা, ধর্ষণ, যৌন নির্যাতন ও নানা ধরণের নির্যাতনের শিকার হয়েছেন আরো ৬শ’রও বেশি নারী ও শিশু। এর মধ্যে দুই শতাধিক নারী এবং ৩ শতাধিক শিশু। এবছর শুধুমাত্র রাজশাহীতে ঘটেছে ৩৩৯টি ঘটনা।
বছরজুড়েই রাজনৈতিক কর্মসূচি দমনের নামে পুলিশি নির্যাতনের শিকার হন নারীকর্মীরা। অন্যদিকে, আগের মতই রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে শিশুদের। এবছরই জেলার গোদাগাড়ীতে পুলিশের ছোঁড়া গুলিতে দুই শিশুর মৃত্যু হয়। এ বছর রাজশাহী অঞ্চলে ২১ জন নারী ও ১৫ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যাচেষ্টার শিকার হয়েছেন ১১ নারী ও শিশু। আত্মহত্যার শিকার হয়েছেন ৫৯ নারী ও ২৮ শিশু। আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ১২ জন। এর মধ্যে ৮ জন নারী ও ৪ জন শিশু। অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন ৯২ জন। এর মধ্যে ৬০ জনই শিশু। এছাড়াও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৪৮ নারী ও ১৪ শিশু। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৩৪ জন। এর মধ্যে ২০ জনই শিশু। ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন নারী ও ৪৫ জন শিশু। নিখোঁজ হয়েছেন ১২ নারী ও ২৭ শিশু। অপহরণ ও পাচারের শিকার হয়েছেন ২৮ জন। এর মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া নানাভাবে আহত হয়েছেন অন্তত ১৯৩ জন।
সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী অঞ্চলে এসব ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এ অঞ্চলের মানুষ।
সচেতনতা ও সামাজিক আন্দোলন বৃদ্ধির মাধ্যমে এ ধরণের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন অনেকেই।
উৎসঃ শীর্ষ নিউজ
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন