রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩


শেষ বিকেলে ব্যাডমিন্টন খেললেন প্রধানমন্ত্রী! 29 Dec, 2013 বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মার্চ ফর ডেমোক্রেসি ঘিরে রবিবার দিনভর আতঙ্ক আর অস্থিরতা ছিল রাজধানীতে। পুলিশের রণসাজ আর কর্মসূচি প্রতিহতে রাজপথে সরব ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাব আর সুপ্রিমকোর্টে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালালে ব্যাপক সংঘর্ষ হয়। রাষ্ট্র পরিচালনা করেন বলে এর সব খবরই রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই রাজনীতির বাইরেও বিভিন্ন সময়ে মানুষের সামনে হাজির হয়েছেন তিনি। কখনো দেখা গেছে আওয়ামী লীগ সভানেত্রী নিজে রান্না করে পরিবারের সদস্যদের পরিবেশন করছেন। কখনো অনুষ্ঠানে অন্যদের সঙ্গে গলা ছেড়ে গান গাইছেন শেখ হাসিনা। রবিবার শেষ বিকেলে একেবারেই অন্যভাবে এলেন তিনি। ছেলে জয় এবং নাতিকে নিয়ে তিনি গণভবনে ব্যাডমিন্টন খেলেছেন। রাজনীতির মাঠে প্রতিপক্ষ স্পষ্টত বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। তবে খেলার কোর্টের প্রতিপক্ষ কে তা বোঝা যায়নি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে রাত সাড়ে ১০টা দিকে পোস্ট করা ছবিতে ব্যাট হাতে দুজন আর এক পিচ্ছিকে দেখা গেছে। ছবির ক্যাপশন রয়েছে, ‘এই আমাদের প্রধানমন্ত্রী। একজন দেশনায়ক, একজন মা... পরম মমতায় যিনি আগলে রাখেন দেশমাতৃকা এবং তাঁর সন্তানদের। জয় বাংলা।’ এটি আজকের ছবি কিনা নিশ্চিত হওয়া না গেলে সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে গেলে তাকে একই শাড়িতে দেখা গেছে। উৎসঃ আরটিএনএন Share on facebook Share on email Share on print 9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন