বাংলাদেশ নিয়ে আমেরিকা হতাশ
31 Dec, 2013
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় বাংলাদেশের ব্যাপারে হতাশ আমেরিকা।
সোমবার আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ সাংবাদিকদের কাছে এই হতাশার কথা জানান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলোর উচিত সংলাপে বসে সংকট সমাধান করা।
তিনি আরো বলেন, আমরা মনে করি গঠনমূলক সংলাপে রাজনৈতিক দলগুলোর জোরালো ভূমিকা রাখা উচিত। আর এই সংলাপের উদ্দেশ্য হবে সব মানুষের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করা।
নানা কারণেই সহিংসতা গ্রহণযোগ্য নয়। সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়। আমাদের আহ্বান, এক্ষুনি এটি বন্ধ করুন। কাজের অনেককিছু বাকি আছে, এখনো আমরা আশাবাদী। আমরা শিগগিরই কিছু অগ্রগতি দেখতে পারবো।
তিনি জানান, আমরা বিষয়টি সক্রিয়ভাবে দেখছি। হয়তো সামনের দিনগুলোতে ভালো পরিবেশ তৈরি হবে।
আমেরিকার এই মনোভাব প্রকাশের পর আজ বেলা তিনটায় আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজীনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করতে যাচ্ছেন।
উৎসঃ পিটিআই
Share on facebook Share on email Share on print 6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন