শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


বিবিসিতে যে বস্তুটি সবচেয়ে জনপ্রিয় তা হলো.... 29 Dec, 2013 বিবিসি’র খবরের প্রতি আগ্রহ কমবেশি পৃথিবীর সব দেশের মানুষের। আর দশটা নিউজ দেখতে বা পড়তে গিয়ে বিবিসি’র আপডেট জেনে নেন সংবাদ-আগ্রহী প্রায় সবাই। একফাঁকে দেখে নেন সর্বাধিক জনপ্রিয় খবরের কলামটি। শনিবার রাত গভীরে বিবিসি অনলাইনে দেখা গেলো, ২০০৬ সালে প্রকাশিত একটি সংবাদ সর্বাধিক জনপ্রিয় তালিকায় উঠে এসেছে। সবচেয়ে বেশি পঠিত এ সংবাদটি ছিলো ভারতীয় পুরুষদের ‘কনডম’ বিড়ম্বনা নিয়ে। কী ছিলো সেই রিপোর্টে? এক জরিপের বরাত দিয়ে ২০০৬ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক মানের কনডম ভারতীয় পুরুষদের ফিট করে না। জরিপ ও গবেষণার কাজটি করেছে ভারতের কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। দু’বছর তারা মাঠ পর্যায়ে গবেষণা চালায়। ১২০০ স্বেচ্ছাসেবী সারাদেশে বিভিন্ন শ্রেণীপেশার ১০০০ হাজার পুরুষের মাপজোখ নেন। জরিপে দেখা যায়, ভারতের ৬০ ভাগ পুরুষের পুরুষাঙ্গের দৈর্ঘ্য আন্তর্জাতিক সাইজের কনডমের চেয়ে ৩ থেকে ৫ সেন্টিমিটার ছোট। দেশটির অন্যতম প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. চন্দের পুরি বিবিসিকে বলেন, এই বাস্তবতার আলোকেই ভারতীয় পুরুষদের জন্যে ঠিক মাপের কনডম তৈরি করা জরুরি। কনডমের আকৃতির বিষয়টির গুরুত্ব আরো বেড়ে যায়, যখন গবেষণায় বের হয়ে আসে বিব্রতকর ব্যর্থতার তথ্য। গবেষণায় জানা গেছে, সাইজের তারতম্যের কারণে প্রতি পাঁচবারে অন্তত একবার কনডম খুলে যাওয়া কিংবা ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে, যা জন্মনিয়ন্ত্রণ ও নিরাপদ যৌনসম্পর্কের ক্ষেত্রে উচ্চমাত্রার ব্যর্থতা। আর ভারত সে সময় ছিলো সবচেয়ে বেশি পরিমাণে এইচআইভি আক্রান্ত একটি জাতি, দিল্লী থেকে পাঠানো রিপোর্টে উল্লেখ করেন বিবিসি’র গ্রামিয়ান ডামাটিকাস। ড. চন্দের পুরি বিবিসিকে বলেন, ভারতীয় পুরুষরা হয়তো সেলসম্যানের কাছে গিয়ে ছোট আকারের কনডম চাইতে বিব্রত বোধ করবে। তাই ভেন্ডিং মেশিনের মাধ্যমে তা বিক্রির পরামর্শ তার। তিনি এও জানান, ভারতে ছোট আকারের কনডমও বিক্রি হয়। কিন্তু জানাশোনা না থাকার কারণে অনেকে তা সংগ্রহ করতে পারে না। আর যারা জানেন, তারাও লজ্জার কারণে দোকানে গিয়ে তা চাইতে পারেন না। তবে এটিকে কোন সমস্যা বলে মানতে নারাজ সাংবাদিক সুনীল মেহরা। পুরুষদের ম্যাগাজিন ম্যাক্সিম-এর ভারতীয় সংস্করণের সাবেক এ সম্পাদক মাপজোখ নিয়ে চিন্তা করার প্রয়োজন দেখেন না। তার মন্তব্য, ‘আমাদের জনসংখ্যাই প্রমাণ করে, ভারতীয়রা ভালোই করছে।’ কবি আলেকজান্ডার পোপের কাছে ক্ষমা চেয়ে তার সরস উক্তি, "you could say, for inches and centimetres, let fools contend." উৎসঃ পরিবর্তন Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন