শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩


'কম্ব জেলি' থেকেই সকল প্রাণীর উৎপত্তি! 27 Dec, 2013 কম্ব জেলি' থেকেই নাকি সকল প্রাণীর উৎপত্তি! কিন্ত প্রশ্ন হল এটি কি? 'কম্ব জেলি' অনেকটাই জেলি ফিশের মত তবে সকল 'কম্ব জেলি' জেলি দিয়ে তৈরি হলেও তারা জেলিফিশ নয়। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আবিষ্কারের প্রথম ভাগ থেকেই এসব কম্ব জেলির দেখা মেলে। সম্প্রতি কম্ব জেলি এর ডিএনএ পরীক্ষা করে চমকে যাওয়ার মতই তথ্য আবিষ্কার করেছেন গবেষকরা। বিজ্ঞানীদের ভাষায়, পৃথিবীর সকল প্রাণীর অস্তিত্ব কম্ব জেলি থেকেই বিকশিত হয়েছে। সাগরের জেলিরা এমন এক প্রাণী যাদের জীবন আছে আবার এরা স্বচ্ছ জেলির আবরণে আবৃত, অভিকর্ষ বলের প্রভাবে এরা সাগরের উপরে এবং নিচে নেমে নিজেদের জন্য খাবার সন্ধান করে। এরা সৃষ্টির প্রাচীনতম প্রাণী। সম্প্রতি ইউনির্ভাসিটি অব মায়ামি এবং দ্য ন্যাশনাল হিউম্যান জেনম রিসার্চ ইন্সটিটিউট (এনএইচজিআরআই) এর গবেষকরা অ্যাটলান্টিক মহাসাগর থেকে কম্ব জেলি এর একটি প্রজাতি 'নেমিঅপসিস লেইডি' ধরে এনে ল্যাবে পরীক্ষা চালান, গবেষকরা 'নেমিঅপসিস লেইডি' এর ডিএনএ পরীক্ষা করে আশ্চর্যজনক তথ্য পান। এটির ডিএনএ পৃথিবীর প্রাণী সমূহের সাথে কোথাও না কোথাও মিল রয়েছে! এটির ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাওয়া তথ্য থেকে প্রমান হয় পৃথিবীর অন্যান্য প্রাণী কুলের মাঝে কোন না কোন ভাবে কম্ব জেলি নিজের ডিএনএ বিকশিত করেছে। আর বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবীতে প্রান সৃষ্টির মূল ভূমিকায় রয়েছে এসব কম্ব জেলি। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন