শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


মাইকিং করে ট্রেনযাত্রীদের নামিয়ে দিল পুলিশ 28 Dec, 2013 উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো শনিবার সকালে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছলে মাইকিং করে যাত্রীদের নেমে যেতে বলে পুলিশ।মাইকিং করে ট্রেনযাত্রীদের নামিয়ে দিল পুলিশ এতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। এসময় ঢাকাগামী শত শত যাত্রী ঘারিন্দা রেল স্টেশনে আটকা পড়েন। এদিকে ভোর রাতে ও এরপর ঘারিন্দা রেল স্টেশন থেকে শতাধিক যাত্রীকে আটক করে পুলিশ। ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার জামাল উদ্দিন জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে ঘারিন্দা স্টেশনে পৌঁছালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। এর আগে রাজশাহী থেকে ঢাকাগামী 'পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস' ট্রেন ঘারিন্দা স্টেশনে পৌঁছালে ওই ট্রেনের যাত্রীদেরও পুলিশ নেমে যেতে বলে বলে জানান স্টেশন মাস্টার জামাল উদ্দিন। স্টেশন মাস্টার জামাল জানান, পুলিশ মাইকিং করে যাত্রীদের নামাতে বলার পর ট্রেন দুটি আবার ফেরত পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঘারিন্দা স্টেশন থেকে কোনো ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না বলেও জানান তিনি। তবে, রাজশাহীর স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিম জানান, ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিচেনায় রেখে ট্রেন ফেরত আনা হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল নাশকতার সম্ভাবনা আছে। এ কারণে তারা ট্রেন ঢাকায় যেতে দেননি। এদিকে ট্রেনের যাত্রী সালমা জাহান জানান, টাঙ্গাইলের ওই স্টেশনে তাদের নামতে দিলে বিকল্প উপায়ে তারা ঢাকায় যেতে পারতেন। কিন্তু পুলিশ তাদের কাউকে ট্রেন থেকে নামতে দেননি। টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফিজুর রহমান জানান, নাশকতার সন্দেহে স্টেশন থেকে শতাধিক যাত্রীকে আটক করা হয়েছে। এদিকে টাঙ্গাইল থেকে দু’-একটি করে বাস ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেলেও মাঝ পথে গিয়ে গাড়ি ফিরে আসছে। মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চললেও যাত্রিবাহী বাসের সংখ্যা একেবারেই কম। এদিকে টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির সম্পাদক তাবীব জানান, টাঙ্গাইল থেকে কোনো গাড়ি বন্ধ করা হয়নি। পুলিশের রিকুজিশনের ভয়ে মালিকরা কেউ গাড়ি ছাড়ছেন না। উৎসঃ সমকাল Share on facebook Share on email Share on print 4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন