শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


টাঙ্গাইলে জঙ্গি সন্দেহে ট্রেনে তল্লাশি, আটক ৭০ 28 Dec, 2013 টাঙ্গাইলে জঙ্গি সন্দেহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৭০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নিজেদের জেলার যাত্রী ও দিনমজুর বলে দাবি করেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ। জিআরপি পুলিশের দাবি, আটককৃতদের কাছে যাত্রাপথে রেলের কোনো টিকিট ছিল না। জঙ্গি নাশকতার গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক মনছুরুল রহমান আরিফ জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকের পর পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্ট্রেশন জিআরপি থানার ওসি সাহাদুল ইসলাম বলেন, ‘জঙ্গি সন্দেহে টাঙ্গাইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। এ সময় তারা ৭০ জনকে আটক করে।’ এর আগে গত মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিরোধী ১৮-দলীয় জোটের ১৬ জন আটক করেছিল। উৎসঃ আরটিএনএন Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন