নারীদের বয়স্ক দেখায় প্রতি বুধবার বিকেল ৩:৩০ মিনিটে, আবার স্বরূপে ফেরেন তারা শুক্রবার!
28 Dec, 2013
বেশ অদ্ভুত দুটি তথ্য দিচ্ছি। বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু তথ্যটি এসেছে গবেষকদের গবেষণালব্দ সিদ্ধান্ত থেকে। বিস্ময়কর তথ্য দুটি হলো- প্রতি বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে প্রত্যেক নারীকে তার বয়েসের চেয়েও বেশি বুড়ো দেখায়। আর এই বুড়োভাব মিলিয়ে গিয়ে উচ্ছ্বলতা ফিরে আসে ঠিক শুক্রবার।
গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন নারীর মধ্যে একজনের কাছে সপ্তাহের বুধবারটি সবচেয়ে ক্লান্তিকর ও পাংশে হয়ে ওঠে। এমন নারীর সংখ্যা ১২ শতাংশ। গতানুগতিক সপ্তাহগুলোর এ দিনটিতে প্রাণশক্তি প্রায় নিঃশেষ হয়ে আসে। গত ছয় দিনের কাজ ছাড়াও নানারকম পরিশ্রম ও চাপ একটা প্রমাণ সাইজের মেঘপুঞ্জ হয়ে বিষণ্ন করে তোলে মন। আর ছুটির দিনে পার্টিতে হই-হুল্লোড় বা দূরে ঘুরতে যাওয়ার পুরো ক্লান্তি বুধবারের ঠিক মধ্য বিকেল নাগাদ ভূতের মতো ঘাড়ে চাপে। আর এ কারণেই প্রত্যেক নারীর মুখশ্রীতে বয়সের তুলনায় বুড়ো ছাপটি ফুটে ওঠে।
আবার গবেষকরা এও দেখেছেন, বেশিরভাগ মেয়েরাই পর দিন অর্থাৎ বৃহস্পতিবার সেক্স করতে পছন্দ করেন। কারণ এতে দৈন্য অবস্থা থেকে পরিত্রাণ ঘটে। যৌনসুখ শুক্রবারের মধ্যেই তাদের তারুণ্য ও সজীবতা ফিরিয়ে দেয়, চিবুকে গোলাপী আভা দেখা দেয়। কাজেই শুক্রবারটি নারীদের সবচেয়ে সুখময় উচ্ছ্বল দিন। বেশিরভাগ নারী, প্রায় ৬০ শতাংশ, তাই মনে করেন।
চর্ম বিশেষজ্ঞ নিকোলা জোস ও সেন্ট ট্রপেজের তত্ত্বাবধানে এ গবেষণাটি পরিচালিত হয়। ট্রপেজ জানালেন, দুই তৃতীয়াংশ নারীর ক্ষেত্রেই দেখা গেছে, তাদের বুড়ো দেখায় বুধবারে আর সুন্দরতম দেখায় শুক্রবারে। এটা খুবই মজার একটি বিষয়। অন্যদিকে, বুধবারে নারীদের হারানো বয়স ফিরে পাওয়ার পেছনে যৌনতার ভূমিকার রহস্য উন্মোচনে মনোযোগ ঢালেন নিকোলা।
ট্রপেজ দেখেছেন, এক চতুর্থাংশ নারী সপ্তাহে কয়েকবার বিষণ্নতা বোধ করেন। প্রায় ১৯ শতাংশের এ সময়টি আসে বুধবার লাঞ্চের সময়। তখন কিছুটা প্রাণশক্তি ফিরে পেতে এক চতুর্থাংশ নারী মিষ্টি স্ন্যাক খেয়ে থাকেন।
'নানামুখী চাপ জোট বাঁধে বুধবার এবং মধ্য বিকেল নাগাদ নারীরা এতে আক্রান্ত হন। ফলে বেলা সাড়ে ৩টার মধ্যে তার চেহারায় বুড়ো ভাব ফুটে ওঠে', জানালেন ট্রপেজ।
আবার 'তৃপ্তিদায়ক যৌনক্রিয়ার পর অধিকাংশ নারীর দেহে ও মনে উৎফুল্লতা ফিরে আসে', সমাধান দিলেন নিকোলা।
উৎসঃ কালের কণ্ঠ
Share on facebook Share on email Share on print 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন